কাপ্তাই পাল্পউড বাগান থেকে পাচারকালে জ্বালানি কাঠ উদ্ধার
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৮ মার্চ ২০২৪, ০০:০৫
চন্দ্রঘোনা-রাইখালী সড়কে পাচারের সময় জিপ ভর্তি জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে রাইখালী রেঞ্জ এলাকায় অভিযান পরিচালনাকালে এ কাঠ উদ্ধার হয়।
জানা যায়, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বনদস্যুরা কচি ও অপ্রাপ্ত গাছ কেটে প্রতি দিন হাজার হাজার ঘনফুট নরম কাঠ (পাল্পউড) পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নূরুল ইসলামের নির্দেশনায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলামের নেতৃত্বে তিনছড়ি বিট কর্মকর্তা সফিউদ্দীন মজুমদার, বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল লতিফ ও হাছানসহ বনকর্মীরা কারিগরপাড়ায় অভিযান চালিয়ে জ্বালানি কাঠ বোঝাই একটি জিপ (চট্টগ্রাম ক- ৫৮২৯) আটক করে। জব্দকৃত কাঠ ও জিপ গাড়ি বাঙ্গালহালিয়া চেক স্টেশনের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ সূত্র জানায়।
কাঠ পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এক নির্দেশনা জারি করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা