কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল
- কক্সবাজার অফিস
- ২৮ মার্চ ২০২৪, ০০:০৫
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নয়া দিগন্তের কক্সবাজার অফিস প্রধান অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা নুর আহমদ আনোয়ারী, ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি মওলানা ইয়াছিন হাবিব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল আনোয়ার, জেইউসির সাবেক সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, মমতাজ উদ্দীন বাহারী, সাবেক সাধারণ সম্পাদক আনছার হোসেন, হাসানুর রশীদ, সদস্য ইসলাম মাহমুদ ও এম আর মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে পবিত্র কুরআনের বঙ্গানুবাদ কপি বিতরণ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা