১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বাধীনতা দিবস

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন : নয়া দিগন্ত -

দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশ ও আনছার সদস্যদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। ফাউন্ডেশনের সংরক্ষণ কর্মকর্তা একে এম মুজাম্মিল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগঁাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, ভারপ্রাপ্ত উপপরিচালক একে আজাদ সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজসহ সোনারগাঁও উপজেলা প্রশাসনসহ আরো অনেকে।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, দিবসটি পালন উপলক্ষে ভোর ৫টা ৫৬ মিনিটে ৩১ বার তোপধ্বনি, সকাল ৬টায় নাঙ্গলকোট উপজেলা স্মৃৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
সামছুউদ্দিন কালু।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গফরগাঁও প্রেসক্লাব এবং বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর শহীদদের বিদ্রোহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮টায় গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, বিভিন্ন স্কুল-কলেজের স্কাউট এবং গফরগাঁও সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট স্কোর (বিএনসিসি) এর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়। সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম, গফরগাঁও থানার ওসি শাহিনূজ্জামান খান ও পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। মহিলাদের ক্রীড়া ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সরাইগাছি মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও আরিফ আদনান। এছাড়া খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। পরে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে দাউদকান্দি চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে আলোচনা সভা, ডিসপ্লে, মার্চ পাষ্ট, র‌্যালি, বঙ্গবন্ধু কর্নার ও শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাংস্কৃতিক পর্ব ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষকমণ্ডলী, স্থানীয় ভূমিহীন ও নিজেরা করি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। পরে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে সম্মানী প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের ওপরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার আব্দুর রহমান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ (পিপিএম) প্রমুখ।
বেনাপোলে ( যশোর) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে একাত্তরের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবরে গতকাল সকালে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার সমাধিস্থলে প্রশাসনের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া, যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উপঅধিনায়ক মেজর সেলিমুদ্দোজা।
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। পরে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কুচকাওয়াজ, শারীরিক কসরত, মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা বরণ অনুষ্ঠিত হয়।
মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় মুলাদী সরকারি কলেজ মাঠে কুরআন পাঠ, গীতা পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদ্্যাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ তারিকুল হাসান খান মিঠু। আরো উপস্থিত ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ জাকারিয়া, মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল ইসলাম সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, মুলাদী সরকারী কলেজে অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল