১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে কিশোর ফয়সাল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোর ফয়সাল আহমেদ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় বাকি তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো- সোনারগাঁও পৌরসভার বাঘমহিষা ঋষিপাড়া গ্রামের তপন চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২১)। খালাস পাওয়া ব্যক্তিরা হলো- একই এলাকার মৃত নিতাইয়ের ছেলে তপু চন্দ্র দাস অপু, নিতাই চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস, মৃত রাইস্যা চন্দ্র দাসের ছেলে নিতাই চন্দ্র দাস।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিখোঁজের ৮ দিন পর ফয়সাল আহম্মেদ (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। ফয়সাল ২০২২ সালের ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া থেকে নিখোঁজ হয়।


আরো সংবাদ



premium cement