১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন একযুগ ধরে বিকল

-

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি এক যুগ ধরে বিকল হয়ে আছে। জরুরি চিকিৎসার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও স্থানীয় এবং বহিরাগত রোগীদের স্বাস্থ্য সেবায় কোনো কাজে আসছে না।
সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে পুরনো অচল একটি এক্স-রে মেশিন আছে। যার কোনো কার্যকারিতা নেই। এক্স-রের কাজে নিয়োজিত টেকনিশিয়ানকে বাধ্য হয়ে নাটোর সদর আধুনিক হাসপাতালে ডেপুটেশনে রাখা হয়েছে। ফলে দীর্ঘ দিন ধরে মুমূর্ষু রোগীদের এক্স-রে সেবা বন্ধ রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি মাঝেমধ্যেই রাস্তায় বন্ধ হয়ে যায়। এতে রোগীদের ভোগান্তি বাড়িয়ে তোলে।
অ্যাম্বুলেন্সের ড্রাইভার মো: জহুরুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সের অচল অবস্থা বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত ভাড়াটে অ্যাম্বুলেন্স অতিরিক্ত ভাড়া নিতে বাধ্য হচ্ছে রোগীর অভিভাবকেরা। এ ছাড়াও প্রায় ছয় মাস ধরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ড্রাইভার হিসেবে সোহেল নামে একজনকে নিয়োগ দেয়া হলেও এ পর্যন্ত গাড়ির কোনো খোঁজখবর নেই। বাধ্য হয়ে সোহেল নামে ওই ড্রাইভার স্বাস্থ্য কর্মকর্তার এমএলএসএস- এর কাজ করছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মুজাহিদুল ইসলাম জানান, তার ব্যবহারের জন্য অবিলম্বে গাড়ি না দেয়ায় প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো: মুজাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের দৈন্যদশা নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগিদ দিয়েও কোনো কাজ হচ্ছে না।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল