রাশিয়ায় অস্ত্র রফতানির কথা অস্বীকার করেছে উ. কোরিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ১৯:৪৫
উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে এমন জোরালে অভিযোগের কথা দেশটির নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন শুক্রবার অস্বীকার করে দাবিটিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।
মস্কোতে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র বারবার উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে আসছে। উভয় দেশের উপর জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাব থাকা সত্ত্বেও পিয়ংইয়ং মস্কোতে অস্ত্র রফতানি করছে বলে তারা অভিযোগ উত্থাপন করেছে। প্রস্তাবে যেকোনো ধরনের অস্ত্র স্থানান্তর নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন,পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার এবং কামান উৎপাদন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় রপ্তানির প্রস্তুতি হতে পারে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, তবে কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ংয়ের ‘কোন দেশে আমাদের সামরিক প্রযুক্তিগত সক্ষমতা রপ্তানি করার কোন ইচ্ছা নেই।’
রাশিয়ায় রফতানির জন্য উত্তর কোরিয়া অস্ত্র উৎপাদন করছে এমন মিথ্যা গুজব ছড়িয়ে জনমতকে বিভ্রান্ত করার জন্য তিনি বরং সিউল এবং ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন। সূত্র : বাসস