১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার মিয়ানমারের রাজধানীতে ড্রোন হামলা বিদ্রোহীদের!

এবার মিয়ানমারের রাজধানীতে ড্রোন হামলা বিদ্রোহীদের! - ছবি : সংগৃহীত

স্থলপথে অভিযানের পাশাপাশি এবার মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে আকাশপথে অভিযান শুরু করল ওই দেশের বিদ্রোহী জোট। মিয়ানমারের রাজধানী নেপিডো শহরে সেনাবাহিনীর মূল শিবিরে ওই ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওই দেশের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (এনইউজি)-র তরফে দাবি করা হয়েছে।

এনইউজির মুখপাত্র কিয়াউ জাউ শুক্রবার বলেন, নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার পরিকল্পনায় আমরা সফল হয়েছি। ভবিষ্যতে এমনভাবে আরো হামলা চালানো হবে। ওই দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী- ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)-র জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’ এই হামলা চালিয়েছে বলে দাবি গণতন্ত্রপন্থীদের।

গত নভেম্বর থেকে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ব্রাদারহুড অ্যালায়্যান্স’। ওই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন ১০২৭’। পরবর্তী সময়ে জান্তা-বিরোধী যুদ্ধে শামিল হয় ‘চিন ন্যাশনাল আর্মি’ (সিএনএ) এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ), ‘কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স’ (কেএলডিএফ), পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)।

ইতিমধ্যেই মিয়ানমারের অর্ধেকের বেশি অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল মিয়ানমার সেনাবাহিনী।
সূত্র ; আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান

সকল