তাইওয়ানের আশপাশে ৮ চীনা বিমান, ৫ রণতরী শনাক্তের দাবি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ এপ্রিল ২০২৪, ০৫:২০
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শনিবার তাদের আশপাশে আটটি চীনা সমারিক বিমান, পাঁচটি রণতরীকে তৎপর দেখেছে। তাইওয়ান নিউজ জানায়, এর জবাবে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী যথাযথ বাহিনী মোতায়েন করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনা পিপলস লিবারেশন আর্মির একটি বিমান তাদের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকার মধ্যে প্রবেশ করে।
এক্সে এক পোস্টে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনা লিবারেশন আর্মির আটটি বিমান, সাতটি জাহাজ তাইওয়ানের আশপাশে সক্রিয় থাকতে দেখা গেছে। এদের একটি তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় প্রবেশ করেছিল।
তাইওয়ান নিউজ জানায়, মার্চ মাসে এখন পর্যন্ত তাইওয়ান তাদের আশপাশে চীনের ৩৫৫ বার সামরিক বিমান এবং ১৯৮ বার শনাক্ত করেছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চীন তার গ্রে জোন কৌশল প্রয়োগ বাড়িয়ে দিয়েছে তাইওয়ানের আশপাশে সামরিক বিমান ও রণতরীর সংখ্যা বৃদ্ধি করে।
এদিকে চলতি সপ্তাহে তাইওয়ানের বিমান বাহিনী কমান্ড ঘোষণা করে যে তারা তাদের প্রতিরক্ষা কার্যক্রমের সার্বিক কার্যকারিতা বাড়ানোর জন্য তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা মহড়া পরিচালনা করবে।
সূত্র : এএনআই