চীনা অর্থনৈতিক দুরাবস্থা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মার্চ ২০২৪, ০৪:৪৯
এই বেশি দিন আগের কথা নয়। অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলতেন যে চীনা অর্থনীতি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এক সিনেটর তো বলেই ফেললেন, যুক্তরাষ্ট্রকে বৈদেশিক হুমকি সামাল দিতে আমেরিকামুখী শিল্পনীতি গ্রহণ করতে হবে।
এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ১৯৮০-এর দশকে বলা হতো, যুক্তরাষ্ট্রের উচিত হবে জাপানের মতো শিল্পনীতি গ্রহণ করা। নয়তো চার দশক আগে যে জাপানকে সামরিকভাবে বিধ্বস্ত করা হয়েছিল, তারাই যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে।
চীন ১৯৯০-এর দশকে জাপানের অর্থনীতি স্থবির হতে শুরু করে। সরকারের নানা ত্রুটিপূর্ণ নীতির কারণে জাপান ক্রমাগত পিছিয়ে পড়ে।
চীনেরও একই অবস্থা হয়েছে। চীনও চাচ্ছিল আমেরিকাকে ছাপিয়ে যেতে। কিন্তু নানা ধরনের সমস্যায় আক্রান্ত হয়েছে তারা।
তারা সবচেয়ে বড় যে সমস্যায় পড়েছে, তা হলো জনসংখ্যাগত বিপর্যয়। এক সন্তান নীতি তাদেরকে তরুণ জনশক্তি থেকে এখন বঞ্চিত করছে। একদিকে তরুণ কমছে, আবার যারা আছে, তাদেরকে প্রবীণদের পরিচর্যায় তাদের সোনালি সময়, শ্রম ইত্যাদি ব্যয় করতে হচ্ছে। বয়স্কদের পেনশন, কল্যাণ, স্বাস্থ্য পরিচর্যায় বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে গবেষণা, উন্নয়ন, অবকাঠামো নির্মাণের মতো খাতে বিনিয়োগের অর্থে টান পড়ছে।
এই অবস্থা থেকে উদ্ধার পেতে চীন প্রতি পরিবারকে তিনটি করে সন্তান নিতে অনুরোধ করছে। কিন্তু তাতে কাজ হচ্ছে না।
আবার চীনের বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) পরিকল্পনা অনুযায়ী কাজ করছে না।
সব মিলিয়ে চীনা অর্থনীতি বেশ বড় সমস্যায় পড়েছে। তাদের অর্থনীতির দুরাবস্থা আগের চেয়ে প্রকট হচ্ছে।
সূত্র : এআইইআর