২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না : ক্রেমলিন

রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না : ক্রেমলিন - ফাইল ছবি

বিশ্ব নেত্বত্বের আসনে বসার কোনো আকাঙ্ক্ষা রাশিয়া ও চীনের নেই, যা অন্যান্য দেশের রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রোববার রশিয়া-১ টিভি চ্যানেলকে এমন কথা বলেন।

সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, ‘রাশিয়া ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যকর করার চেষ্টা করলেও এক্ষেত্রে তারা কোনোভাবেই বিশ্ব চালকের আসনে বসার চেষ্টা করছে না। তবে আপনারা জানেন কতিপয় দেশের মধ্যে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।’

রোববার সাক্ষাতকারটি প্রচার করা হয়।
তিনি আরো বলেন, রাশিয়া ও চীনের বিরুদ্ধে উস্কানিমূলক বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে ‘একেবারে একই ধরনের মনোভাব দেখানোর’ বিষয়ে মুখপাত্র দৃষ্টি আকর্ষণ করেন। এ ধরনের কাজের মূল হোতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। মস্কো ও বেইজিং ‘এমন অস্থিতিশীলতামূলক অগ্রহণযোগ্য আচরণ’ মূল্যায়নের ক্ষেত্রে একত্রে কাজ করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচানায় মিলিত হন। এছাড়া সেখানে তারা মঙ্গোলিয় প্রেসিডেন্টের অংশগ্রহণে ত্রিপাক্ষিক বৈঠক করেন। তারা এসসিও’র রাষ্ট্র প্রধানদের পরিষদের বৈঠকেও অংশগ্রহণ করেন।

পরে ক্রেমলিন সহকারী উরি উশাকভ জানান, সেখানে গুরুত্বপূর্ণ সকল বিষয়ে আলোচনা হয়। চীনের নেতা জোরদিয়ে বলেন, তার দেশ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানে রাশিয়ার সাথে একত্রে কাজ করার ব্যাপারে প্রস্তুত রয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল