২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আমাদের একুশ

আমাদের একুশ - ছবি : সংগ্রহ

একুশ তুমি আমাদের দিয়েছো বাক স্বাধীনতা
এই স্বাধীনতার জন্য দিতে হয়েছে অনেক রক্ত।
রফিক শফিক সালাম বরকত দিয়েছে তাদের জীবন
শিখিয়েছে স্বাধীনতার অধিকার আদায়
শিখিয়েছে কিভাবে করতে হয় আন্দোলন
সেই সূত্র ধরে করতে শুরু করেছি
স্বাধীনতার আন্দোলন, পেয়েছি স্বাধীনতা।

হারিয়েছি নিজস্বতা, হারিয়েছি নিজের ভাষা
চর্চা করছি পরভাষা
নিজের সংস্কৃতি হারিয়ে, চর্চা করছি অপসংস্কৃতি
হারিয়ে ফেলেছি নিজের পোশাকটাও
ফেব্রুয়ারী তুমি এসেছিলে,
ভাষায় জন্য যারা শহীদ হয়েছিল
তাদের শোক দিবস হয়ে।

বায়ান্নর পর থেকে পালন করছি শোক দিবস
এখন হয়ে গেছ নানা রঙে,
ভালবাসা দিবস স্রেফ দিবস, রোজ দিবস।
একুশ তোমায় ম্লান করতে শুরু করেছে পাঁয়তারা
অনেকে জানে না তোমার দিবসের কথা
সব দিবস পদদলিত করে
করতে চাই তোমায় মহান।


আরো সংবাদ



premium cement

সকল