মেক্সিকোতে মাদক চক্রের সংঘর্ষে নিহত ১৯
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুলাই ২০২৪, ১৪:১৪
মেক্সিকো সিটির দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে দু’টি মাদক চক্রের মধ্যে একটি যুদ্ধে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। যাদের মধ্যে চারজন গুয়াতেমালান নাগরিক।
একটি পণ্যবাহী ট্রাক পাওয়া গেছে যেখানে ১৬ জনকে ভিতরে গুলি করে হত্যা করা হয়েছে এবং অন্য তিনজনকে গাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে।
জন নিরাপত্তা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।
গুয়াতেমালার সীমান্তবর্তী লা কনকর্ডিয়া পৌরসভায় শুক্রবার এই হত্যাকাণ্ড ঘটেছে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়েছে।
একটি প্রাথমিক তদন্তে বলা হয়েছে, মেক্সিকোর অন্যতম শক্তিশালী ‘সিনালোয়া’ এবং ‘চিয়াপাস ও গুয়াতেমালা’ নামে মাদকচক্রের মধ্যে এই সংঘর্ষ হয়।
মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, দু’টি গ্রুপ ‘সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণ’ নিয়ে লড়াই করছে।
বেসরকারি সংস্থা ইনসাইট ক্রাইম অনুসারে, এ অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে মাদক, অস্ত্র এবং অভিবাসীদের পাচারের জন্য গুরুত্বপূর্ণ।
মেক্সিকান সরকার গুয়াতেমালার সাথে দেশের দক্ষিণ সীমান্তকে শক্তিশালী করতে অতিরিক্ত ১২ শ’ জন কর্মী মোতায়েন করেছে।
মেক্সিকোর সেই অংশে, সিনালোয়া মাদকচক্রের স্থানীয় গ্রুপ- জালিসকো নুয়েভা জেনারসিয়নের এর সাথে আরেকটি স্থানীয় মাদক চক্রের তীব্র বিরোধ ও সঙ্ঘাত চলছে।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা