১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইকুয়েডরে সশস্ত্র হামলায় নিহত ৮

ইকুয়েডরে সশস্ত্র হামলায় নিহত ৮ - সংগৃহীত

ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার সশস্ত্র হামলায় আটজন নিহত এবং সমসংখ্যক লোক আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটিতে এটি ছিল সর্বশেষ সহিংসতার ঘটনা।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘অস্ত্র সজ্জিত একটি গাড়ি থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫মিনিটের দিকে বন্দর নগরী গুয়াকিলে একদল লোকের ওপর গুলি চালানো হয়।’

এতে আরো বলা হয়, হামলায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয় এবং আরো কয়েকজনকে স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর মারা যায়। আহত আটজন পুলিশি নিরাপত্তায় রয়েছে। এটি ইকুয়েডরে গত দু’দিনের মধ্যে দ্বিতীয় গণহত্যা।

পুলিশ প্রতিবেদন অনুযায়ী, মাদক পাচারকারীরা শুক্রবার আয়াম্পে সমুদ্রতীরবর্তী রিসোর্টে পাঁচজন পর্যটককে অপহরণ করে হত্যা করেছে। তারা এ পাঁচজনকে তাদের প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সদস্য মনে করেছিল।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া শনিবার আয়াম্পে নিহতদের পরিবারের সাথে তার ‘সংহতি’ প্রকাশ করেন। এছাড়াও শুক্রবার আয়াম্পে থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে মান্তা নগরীতে একজন সামরিক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করা হয়।

খবরে বলা হয়, ইকুয়েডরে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত হত্যার হার চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং গত বছর দেশটিতে রেকর্ড ২২০ টন মাদক জব্দ করা হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement