বন রক্ষায় ফায়ার সার্ভিসের বিমানঘাঁটি খুলল আলজেরিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২৪, ১৫:৫৬
দাবানল থেকে বনভূমি রক্ষায় বনভূমি কাছাকাছি ফায়ার সার্ভিসের বিমানঘাঁটি স্থাপন করেছে আলজেরিয়া।
শনিবার (২২ জুন) দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মোস্তাগানেমে এ ঘাঁটির উদ্বোধন করা হয়।
আলজেরিয়ার সরকারি বার্তা সংস্থা এপিএস জানায়, অগ্নিকাণ্ডের সময় অগ্নিনির্বাপক বিমান এবং উদ্ধারকারী হেলিকপ্টারগুলো অবতরণ, জ্বালানি নেওয়া এবং রক্ষণাবেক্ষণের সুবিধা দেবে এই ঘঁটিটি। এছাড়া অগ্নিনির্বাপন কার্যক্রম ও উদ্ধার তৎপরতায় বিশেষ ভূমিকা রাখবে এটি। জরুরি মুহূর্তে এটি দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবে।
নতুন এ বিমানঘাঁটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহিম মেরাদ।
তিনি বলেন, অগ্নিনির্বাপক বহরকে শক্তিশালী করতে ভবিষ্যতে আরও বিমান সংযুক্ত করা হবে।।
গত তিন বছরে বারবার দাবানলের ঘটনা ঘটেছে আলজেরিয়ার উত্তরাঞ্চলের বনভূমিতে। এতে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা