চাদের অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ৯, আহত ৪৬
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২৪, ২০:৩৮
চাদের রাজধানী এন'জামেনায় একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদেলমাদজিদ আবদেরাহিম এই হতাহতের কথা নিশ্চিত করেছেন।
আজ এক সংবাদ সম্মেলনে আবদেররহিম বলেন, মঙ্গলবার রাতের এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
সংবাদ সম্মেলনে দেশটির আরো পাঁচজন মন্ত্রী উপস্থিত ছিলেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের মুখপাত্র আবদেরামান কৌলামুল্লাহ সাংবাদিকদের বলেন,‘সংবাদমাধ্যমে সব তথ্য যাচাই করা যাবে। অনেক গুজবে কয়েক ডজন মৃত্যুর কথা বলা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।’
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশুসহ বেসামরিক লোকজন রয়েছে।
এর আগে বুধবার চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস দেবি ইতনো শহরের গৌদজি এলাকার আহতদের দেখতে যান এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের পর ডেবি সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের দেখভাল করবে রাষ্ট্র।’
এই মর্মান্তিক ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন,‘শহরে অস্ত্রের গুদাম নির্মাণের ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে। আমাদের আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হবে।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা