১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাদের অস্ত্রাগারে আগুন, বিস্ফোরণ

চাদের প্রেসিডেন্ট অস্ত্রাগারে আগুন নিয়ে বিবৃতি দিয়েছেন - ছবি : সংগৃহীত

চাদের রাজধানীতে অস্ত্রাগারে আগুন লেগেছে। এতে গোলা-বারুদের স্তূপে একের পর এক বিস্ফোরণ হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চাদের সরকার।

চাদের পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লা আবদেরামান জানান, মধ্যরাতে চাদের সেনা ছাউনিতে অবস্থিত অস্ত্রাগারে আগুন লেগে যায়। সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটতে শুরু করে।

তবে কিভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি জানান, এ ঘটনায় শুধু অস্ত্রাগারের ক্ষতি হয়নি। বেশ কিছু হতাহতও হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি নিহতদের জন্য শান্তি কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট।

তবে এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।

বিমানবন্দর থেকে সামান্য দূরে এই অস্ত্রাগারটি। তার আশপাশে কয়েক লাখ মানুষ বসবাস করে। ফলে ঘটনার পর কত মানুষ আহত হয়েছেন, তা নিয়ে শঙ্কিত গণমাধ্যমের একাংশ।

প্রেসিডেন্ট জানান, পুরো ঘটনার তদন্ত করা হবে।

দীর্ঘদিন সেনাশাসনে থাকার পর সম্প্রতি চাদের মানুষ ভোট দিয়েছেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তারা। তারপরেই এই ঘটনা ঘটল।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement