১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ মেক্সিকো সীমান্ত

অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ মেক্সিকো সীমান্ত - সংগৃহীত

নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রে।

বাইডেন যে অর্ডারটিতে সই করেছেন, তাতে বলা হয়েছে যে মেক্সিকো সীমান্তে দৈনিক আড়াই হাজারের বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার হলে সীমান্ত অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ করে দেয়া হবে। যেহেতু এই মুহূর্তে সংখ্যাটি এর চেয়ে বেশি, ফলে অর্ডার সই হওয়ার পরেই সীমান্ত সিল করে দেয়া হয়। অর্থাৎ অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে না।

অর্ডারে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সাথে সাথে তাকে ডিপোর্ট করার। অর্থাৎ মেক্সিকোয় ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে। যুক্তরাষ্ট্রে তাকে কোনোরকম ইমিউনিটি বা সুযোগ দেয়া হবে না। সীমান্তে গ্রেফতারের সংখ্যা দেড় হাজারের নিচে নামলে আবারো এই অর্ডার বদল করা হবে বলে জানানো হয়েছে।

তবে অভিভাবকহীন নাবালকেরা অবশ্য এই আইনের অন্তর্গত নয়। অর্থাৎ তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। তবে পরিকল্পনা করে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতেই পারে। কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না।

এদিন এই অর্ডারে সই করে হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করতে আজ যে সিদ্ধান্ত নিলাম, রিপাবলিকানরা আজ অবধি তা নিয়ে উঠতে পারেননি। যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।’

যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর এক হাজার ৯০০ মাইলের সীমান্ত। বাইডেনের সময়ে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যায় অনুপ্রবেশ ঘটেছে। ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা ছিল ১০ হাজার। গত কয়েক মাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি।

সম্প্রতি জনমত সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে এই অবৈধ অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করছে। তারপরেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

সকল