দক্ষিণ আফ্রিকায় ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ মে ২০২৪, ২৩:১৮
দক্ষিণ আফ্রিকায় একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে এবং আরো ২৬ জন নিখোঁজ রয়েছে। কাঠামোটি ভেঙে পড়ার এক সপ্তাহ পরে কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।
নগরীর কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় নগরী জর্জের ওই স্থানে রাতে ও সকালে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকালে ভবনটিতে থাকা ৮১ জনের বেশির ভাগ ছিল নির্মাণ শ্রমিক। এখন পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১৬ ঘণ্টা ধ্বংসস্তুপের চাপা থাকার পর এক ব্যক্তিকে শনিবার বের করে আনা হয়। অনুসন্ধান দলগুলি ধ্বংসপ্রাপ্ত ভবনটিতে চিরুনি অভিযানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেখানে আর কেউ বেঁচে থাকার সম্ভাবনা ক্রমান্বয়ে ম্লান হয়ে আসছে।
জর্জ মিউনিসিপ্যালিটি বলেছে, ঘটনাটি ঘটার এক সপ্তাহ পর্যন্ত উদ্ধার ও পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা