১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেনিয়ায় বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ২২৮

কেনিয়ায় বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ২২৮ - ফাইল ছবি

কেনিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ২২৮ জনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

এর আগে, ১৭৯ জনের মৃত্যুর খবর জানা যায়। কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় মাসাই মারা সাফারি পার্কও বন্যা কবলিত হয়েছে। সেখানে টেলেক নদী বন্যায় উপচে পড়লে হোটেলগুলোয় থাকা পর্যটক দলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগের দিন, দেশের মধ্যাঞ্চলের মাই মাহিউ গ্রামের কাছে ভূমিধসে ৪৬ জনের মৃত্যু হয়। খবর বার্তা সংস্থা তাসের।

মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে জানানো হয়, নিম্নভূমি ও উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি আরো অবনতি হওয়ার এবং খাড়া ঢাল ও উপকূলীয় অঞ্চলে ভূমি ও কাদা ধসের আশঙ্কা করা হচ্ছে। কয়েক মাসের বন্যা বাড়িঘর, রাস্তা ও সেতু ধ্বংস করেছে এবং ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।

পূর্ব আফ্রিকার অন্যান্য দেশেও বৃষ্টির প্রভাব পড়েছে। প্রতিবেশী তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। উগান্ডা ও বুরুন্ডিতে হতাহত এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement