বুধবার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে অফিস সময়
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জুন ২০২৪, ১৪:৫৪
বুধবার (১৯ জুন) থেকে অফিস সময় আগের অবস্থায় ফিরে যাচ্ছে। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা আগামীকাল থেকেই তাদের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা অফিস করতে হবে।
ঈদের আগে গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল।
বিষয়টি জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমান।
বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।
এবার সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয় গত রোববার (১৬ জুন)। শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। এর আগে, ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচদিন ছুটি উপভোগের সুযোগ পান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা