১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরিয়ে নেয়া হচ্ছে শাহবাগ থানা

সরিয়ে নেয়া হচ্ছে শাহবাগ থানা - ছবি : সংগৃহীত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেয়া হচ্ছে শাহবাগ থানা।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে শাহবাগ থানা ভবন স্থানান্তর করা প্রয়োজন।

তিনি আরও বলেন,‘মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে শাহবাগ থানা হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত দিকে অর্থাৎ সাকুরার পেছনে সরিয়ে নেয়া হবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় থানা স্থানান্তরের বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement