১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির

রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির - ছবি : ইউএনবি

রাজধানীতে ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে রাত ১১টার পর সড়কের সংযোগস্থলে চায়ের দোকানসহ অস্থায়ী দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মার্চ মাসের ক্রাইম রিভিউ সভায় সভাপতির বক্তব্যে ডিএমপির প্রধান কর্মকর্তা এ নির্দেশ দেন।

তিনি বলেন, প্রায়ই দেখা যায়, ওইসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারারাত আড্ডা দেয়, সুযোগ পেলেই ছিনতাই করে। রাত ১১টার পর রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান বন্ধ করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, কোনো অপরাধী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেন কোনো আতঙ্কজনক কর্মকাণ্ড না ঘটে সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এর আগে গত মার্চে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধান রক্ষায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রাইম রিভিউ সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনো গাড়ি দেখা গেলে কর্তব্যরত পুলিশকে যাচাই করতে হবে এটি আসলে পুলিশ কর্মকর্তার গাড়ি কি না। কারণ গাড়িতে পুলিশের স্টিকার বা ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসীরাও ঘোরাফেরা করে।

যদি প্রমাণিত হয় যে এটি পুলিশের গাড়ি নয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ডিএমপির ক্রাইম অ্যান্ড ট্রাফিক বিভাগকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানান তিনি।

ক্রাইম রিভিউ সভায় ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল