০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন নাছির উদ্দিন

-

নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা সমিতি বিদ্যালয় ও কলেজের সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গত মঙ্গলবার সকালে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ (বাওয়া) এবং অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রায় আট হাজার এবং অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীর মাঝে বার হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়। এই উপলক্ষে বাওয়া বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান আনোয়ারা বেগম সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটি সদস্য জামশেদুল আলম চৌধুরী, শফিকুল আলম, জিয়া উদ্দিন শাহীন, মোহাম্মদ সালাউদ্দিন, শিক্ষক প্রতিনিধি আবদুল মোমিন, শিমুল মহুরী ও হাসিনা বেগম উপস্থিত ছিলেন।
অংকুর বালিকা উচ্চবিদ্যালয়
এরপর নাছিরবাদ অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। এই সময় প্রতিষ্ঠান প্রধান লিলি বড়–য়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ শাহ আলম, সৈয়দ শাহরিয়ার পারভেজ, শিপ্তী মহাজন, শিক্ষক প্রতিনিধি দেল আফরোজ খানম, এহসানুজ্জমানও সহকারী শিক্ষক চন্দন কুমার দাশ এবং সোসাইটির সাবেক পরিচালক মোহাম্মদ সাজ্জাদও প্রকৌশলী হারাধান আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর মাঝে ৪০ লাখ বিনামূল্যের বই বিতরণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement