২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


দ্বীনি শিার বিকাশে মহিলা মাদরাসার গুরুত্ব শীর্ষক আলোচনা ছায়েফ উল্লা

-

বাংলাদেশ মাদরাসা শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্লা বলেছেন, এখন নারীর মতায়নের যুগ। নারীরা উচ্চশিা লাভ করে দেশ পরিচালনার দায়িত্বে অংশ নিচ্ছে। নারী শিার অগ্রগতির কারণে আজকে সরকারি-বেসরকারি বিভিন্ন পেশায় নারীরা কাজ করছে। গত শনিবার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া মির্জাখীল এলাকায় ছিদ্দিকীয়া মহিলা মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘দ্বীনি শিার বিকাশে মহিলা মাদরাসার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শিার্থীদের স্বপ্ন দেখতে হবে। তবে সে স্বপ্ন নয় যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি। তোমাদের শিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আদর্শবান নাগরিক হওয়ার স্বপ্ন দেখতে হবে। বর্তমানে মাদরাসায় পড়ুয়া শিার্থীরা আধুনিক, যুগোপযোগী বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছে। সরকার মাদরাসা শিাকে অধিক গুরুত্ব দিয়ে আধুনিক ও যুগোপযোগী করতে বিভিন্ন পদপে গ্রহণ করেছে। বর্তমানে মাদরাসার শিকদের কোনো কাজের জন্য ঢাকায় যেতে হয় না। তারা মাদরাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজকর্ম পরিচালনা করতে পারছেন। গারাঙ্গিয়া দরবারের পীর শাহ্ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মুহাম্মদ আজিম শরিফ, গারাঙ্গিয়া দরবারের পীর শাহ্ মাওলানা মাহমুদুল হক মজিদী, বাজালিয়া হেদায়তুল উলুম ফাজিল মাদরাসার অধ্য নুরুল আলম, সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদরাসার অধ্য আজিজুল হক, কেরানীহাট ফাজিল মাদরাসার অধ্য আরিফুর রহমান চৌধুরী, পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম মাদরাসার সুপার নুরুল আলম ফারুকী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আবু তাহের, হাফেজ আলমগীর ছিদ্দিক প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement