০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


আইভী রহমানের স্মরণসভায় মাহতাব উদ্দিন চৌধুরী

গ্রেনেড হামলার ঘাতকদের সর্বোচ্চ শাস্তি জাতিকে পাপমুক্ত করবে

-

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ৭৫-এর আগস্টের কালরাতের ঘাতকদের সাথে ধারাবাহিক ষড়যন্ত্রের যোগসূত্রতা রয়েছে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের। ওই দিন ঘাতকের গ্রেনেড হামলার শিকার হয়ে ২৪ আগস্ট শাহাদতবরণকারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমান প্রাণ বির্সজন দেন । তার পথ ধরে এ দেশের জাগ্রত নারীশক্তিকে বাঙালি জাতিসত্তা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আইভী রহমানের ১৪তম শাহাদতবার্ষিকী উপলে গত রোববার বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত নগরীর পল্টন রোড জহুর আহমদ চৌধুরী টাওয়ারে অনুষ্ঠিত এক স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি আরো বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার পেছনে যারা প্রত্যক্ষ ইন্ধন যুগিয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি করিয়েছেন। জাতি প্রত্যাশা করে বিচারের রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। তাদেরকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তাকে নিরাপদ রাখার ঐতিহাসিক কর্তব্য সম্পন্ন করার সময় এসেছে।
মুখ্য আলোচক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছেন তারা এখন তথাকথিত সুশীল সমাজের নামাবলি গায়ে দিয়ে প্রাসাদ চক্রান্তে মেতে উঠেছেন। এদেরকে আমরা চিনি। তারা নানান ছলছুঁতোয় ১৫ আগস্টের প্রেতাত্মার ওপর সওয়ার হয়ে জাতিকে পেছনের দিকে ঠেলে দিতে চায়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, আইভী রহমান এমনই একজন নারী নেত্রী যিনি বঙ্গবন্ধু পরিবারের প্রতি নিবেদিত থেকে আমৃত্যু রাজপথে ছিলেন। এই রাজপথেই আমাদের মুক্তির ঠিকানা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, আওয়ামী লীগ নেতা মো: ইছহাক, শফিকুল হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, আলী আকবর প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল