২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সুজনের আয়োজনে একমঞ্চে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী

সুজনের আয়োজনে একমঞ্চে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী - ছবি : নয়া দিগন্ত

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজনে মৌলভীবাজার-৪ আসন (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নির্বাচনী এলাকায় একই মঞ্জে উঠেছেন প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।

সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নীহারেন্দু ভট্টাচার্যর সভাপতিত্বে ও মৌলভীবাজার কমিটির সভাপতি জওহর লাল এর সঞ্চালনায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। চা বাগান অধ্যুষিত এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছালাউদ্দিন, বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের ড. মো. আব্দুস শহীদ ও গণফোরাম এর এড. শান্তি পদ ঘোষ প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে শান্তি পদ ঘোষ ব্যতিত অন্য তিন প্রার্থী একই মঞ্চে উঠে স্ব স্ব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এই রাষ্ট্র ও দেশ জনগণের। তাই জনগণের প্রতিনিধি নির্বাচন করতে দেখে, শুনে ও বুঝে যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করতে হবে।

অনুষ্ঠানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. মো. আব্দুস শহীদ বলেন, এবার বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ মুলক নির্বাচনের মধ্যদিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। বেকারত্ব দূরীকরণ, নারী উন্নয়নসহ এলাকার ব্যাপক উন্নয়নে তিনি নৌকায় ভোট প্রদানের আহ্বান জানান।

বিএনপির মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, উন্নয়নে বিশ্বাসী বিএনপি। তাই নিজে নির্বাচিত হলে কমলগঞ্জে মানুষের প্রধান দাবী ধলাই নদীর বন্যা সমস্যার সমাধান, চা শ্রমিকদের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার ব্যাপক উন্নয়ন সাধনে ধানের শীষে ভোট প্রদানের দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছালাউদ্দিন বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় দেশ দুর্ণীতি মুক্ত সুস্থ, সুন্দর সমাজ গঠনে হাত পাখায় ভোট প্রদানের দাবি জানান। শেষে উপস্থিত জনগণের মধ্য থেকে তিনটি করে প্রশ্নের উত্তর দেন তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

অনুষ্ঠানে সুজনের পক্ষে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল