২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

'সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা জনসমুদ্রে পরিণত হবে'

'সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা জনসমুদ্রে পরিণত হবে' - ছবি : সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৪ অক্টোবর বুধবার রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফলের আহ্বান জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। সোমবার দুপুরে সিলেট মহানগর বিএনপি’র কার্যনির্বাহী পরিষদের সভায় এই আহ্বান জানানো হয়। নগরীর ভাতালিয়া এলাকায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় ২৪ অক্টোবর বুধবারের সমাবেশ সফলের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা ও বিস্তারিক কর্মসুচী হাতে নেয়া হয়। সভায় মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড নেতৃবৃন্দকে ব্যানারসহ পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগদানের নির্দেশনা প্রদান করা হয়। সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদের সকল নেতাকেও ব্যাপক গণসংযোগের নির্দেশনা প্রদান করা হয়। সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদ সদস্য ও ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশি সাজা বাতিলের দাবি জানানো হয়। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণের পর কারাগারের প্রেরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছে। এই ঐক্য দেখে বাকশালী সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। দেশব্যাপী নেতা-কর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ২৪ অক্টোবর সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ঐক্যফ্রন্ট সিলেট থেকে কর্মসূচির সূচনা করতে যাচ্ছে। তাই ২৪ অক্টোবর সিলেটের রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশকে জনসমুদ্রে পরিণত হবে। এক্ষেত্রে শহীদ জিয়ার সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশি সাজা বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে ২৪ অক্টোবরের সমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সহ-সভাপতি যথাক্রমে কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, মুফতি বদরুন নুর সায়েক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ফাত্তাহ বকশী, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা ইয়াসমিন, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫

সকল