২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শ্রীমঙ্গলে সড়কে গাছ ফেলে ডাকাতি

গাড়ি ভাংচুরসহ আহত ২০ জন
ডাকাতির কবলে পড়া একটি গাড়ি -

পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া সড়কে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা প্রথমে সড়কে চা বাগানের ছায়াবৃক্ষ (সেড টি) কেটে ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে দেশীয় অস্ত্রে সজ্জিত থাকা ২০/২৫ জনের ডাকাত দল প্রায় ২০/২৫টি গাড়ির চালক ও যাত্রীদের মারধর এবং কয়েকটি গাড়ি ভাংচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে নগদ টাকা মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদের হামলায় ১৫/২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের শ্রীমঙ্গল অংশে টি-রিসোর্টে যাবার আগে বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, ইমরান হোসেন (৩৮), আশরাফুল ইসলাম (২৭), মনি সিংহ (৪৫), আরিফ রানা (২৮), হেলাল উদ্দিন (৩০), সোহেল (১৮), সুজন বৈদ্য (৩০), দুলাল মিয়া (১৮), মিনহাজ (২০), মোঃ সেলিম মিয়া (৩০) মোহাম্মদ আলী (২৪), মো.আলম শেখ (১৯), মো.জুয়েল (১৭)। বাকীদের নাম জানা জায়নি।

ঘটনাটি জেনে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতরা চা বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।

পরে ব্যাবের একটি টিমও ঘটনাস্থলে যায়।

ডাকাতির শিকার হওয়া টি-রিসোর্ট এলাকার বাসিন্দা মো: সেলিম মিয়া নয়া দিগন্তকে বলেন, ‘রাত ১১টার দিকে শহর থেকে দোখান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলাম। আমার সাথে আরো একজন ছিল। বেশকিছু গাড়ি সড়কে দাঁড়িয়ে থাকতে দেখে অভারটেক করে যাওয়ার চেষ্টা করলে আমাকে লাটি দিয়ে আঘাত করতে থাকে। এসময় তারা ডাকাতরা বলে যা কিছু আছে দিয়ে দে আমরা ডাকাতি করতে আসছি।’

মোহাম্মদ আলী নামের আরেকজন বলেন, ‘আমি ১৮ জনের মতো দেখেছি। এদের মধ্যে মাত্র চারজনের মুখ বাঁধা, বাকিদের কোনো মুখোশ ছিল না। তবে তারা সবাই হবিগঞ্জ এলাকার ভাষায় কথা বলেছে। তখন তারা নিজেদেরকে ডাকাত পরিচয় দিয়ে যাত্রীদের গাড়ি থেকে মাথা বের না করতে আদেশ করে।’

প্রাইভেটকার চালক সুমন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসার পথে বেলতলায় সড়কে গাছ ফালানো আর অনেকগুলো গাড়ি, দেখে বুঝতে পারি এখানে ডাকাতি হচ্ছে। তাই গিয়ার কমাইয়া গাছের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে আসি। এসময় এলোপাতাড়ি লাঠি আর দায়ের আঘাতে গাড়ির সবগুলো গ্লাস ভেঙ্গে যায়। পরে থানাতে এসে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ডাকাতরা পালিয়ে যায়।’

সিএনজি আটোরিকশা চালক আলম শেখ বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে ডাকাতি শুরু হয়। ২০/২৫ জনের মতো ডাকাত ছিল। ডাকাতদের মধ্যে কারো হাতে চাকু, কারো হাতে পিস্তল, কারো লাঠি ও দা ছিল। আমাকে খুব বেশি মারধর করেছে। অন্তত ২০টি গাড়িতে লুটপাট করেছে ডাকাতরা।’

শ্রীমঙ্গলস্থ পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের প্রশাসনিক কর্মকর্তা মো: মাহমুদ মুঠোফোনে বলেন, ‘আমাদের হোটেলের সহকারী ম্যানেজারসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতরা প্রথমে গাড়ি ভাঙচুর করেছে, তারপর সবাইকে মারধর করে সবার মুঠোফোনে ও চালকের কাছে থাকা নগদ ১১ হাজার টাকা লুট নেয়।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা নয়া দিগন্তকে বলেন, ‘রাতে লাউয়াছড়া সড়কে বেশ কিছু যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতির খবর পেয়ে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে কিন্তু এর আগেই তারা সটকে পড়ে। ডাকাতির ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরকে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া মৌলভীবাজার পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। আজ থেকে এ সড়কে পুলিশের টহল জোরদার করা হবে।’


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

সকল