২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বুথ ফেরত ফলাফল ভুয়া, অপপ্রচারে ভয় পাবেন না : রাহুল

রাহুল গান্ধী - ছবি : সংগ্রহ

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বুথ ফেরত ফলাফলকে ভুয়া হিসেবে বর্ণনা করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক দিন আগে বুধবার রাহুল গান্ধী টুইটারে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আবার ফিরছে বলে বুথ সমীক্ষার ফলাফলকে ভুয়া বলে বর্ণনা করলেন।
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচন রোববার শেষ হয়। এর পরই বুথ ফেরত ফলাফলে বলা হচ্ছিল পার্লামেন্টের ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ২৮২ থেকে ৩১৩টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে।

এ প্রসঙ্গে রাহুল তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী ২৪ ঘন্টা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সতর্ক ও সজাগ থাকুন। ভয় পাবেন না। আপনারা সত্যের জন্যে লড়াই করছেন।’
তিনি আরো বলেন, অপপ্রচারে ভয় পাবেন না। নিজের ও কংগ্রেস পার্টির ওপর আস্থা রাখুন। আপনাদের কঠোর শ্রম বিফলে যাবে না।

এদিকে মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি বুথ ফেরত ফলাফলকে স্বাগত জানিয়েছে। তবে ভারতে বুথ ফেরত সমীক্ষা সবসময় ঠিক হয় না।
দেশটিতে ২০০৪ সালের নির্বাচনে বুথ ফেরত ফলাফলে বলা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি পুনরায় নির্বাচিত হচ্ছে। কিন্তু সে বছর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে।

 


আরো সংবাদ



premium cement