২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শীতে শিশুর সুরক্ষা

-

সঠিক ও পর্যাপ্ত শীতের কাপড় না পরালে এই ঋতুতে শিশুদের শরীর খুব দ্রুত তাপমাত্রা হারিয়ে ফেলতে পারে। তাছাড়া তারা অনেক সময় বুঝতেও পারে না তাদের শীত লাগছে কি না। তাই বাবা-মায়ের কাজ হলো আগেভাগেই সঠিক শীতের কাপড় পরিয়ে তাদের প্রস্তুত রাখা। বড়রা যে কয়টি গরম কাপড় পরে, শিশুদেরকে তার চেয়ে একটি শীতের কাপড় বেশি পরানো উচিত। কারণ তারা সবসময় খেলাধুলা, লাফঝাঁপ দিতে ব্যস্ত থাকে। ফলে তাদের কাপড়ের ভেতর বাতাস সহজে ঢুকে শরীর ঠাণ্ডা করে ফেলতে পারে। আবার অনেক বেশি শীতের কাপড় পরিয়ে ফেললে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। অনেক বেশি শীতের কাপড় পরালে ঘেমে তারা অসুস্থ হয়ে পড়তে পারে।
অতিরিক্ত শীতে শিশুদের তিনটি লেয়ারের কাপড় পরাতে হবে। এটি তার ত্বকের সাথে লেগে থাকবে। তাই প্রথম লেয়ারের কাপড়টি হবে নরম ও সুতির। এই লেয়ারটি শিশুদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। দ্বিতীয় লেয়ারটি হবে উলের বা ভারী কটনের। এটি শরীরের তাপমাত্রা ধরে রাখবে। কম শীতে এই দুটি লেয়ারই যথেষ্ট। কিন্তু শীত বেশি হলে তৃতীয় লেয়ার প্রয়োজন। এই লেয়ারটি হবে ভারী জ্যাকেট বা সোয়েটার এবং মাথায় উলের টুপি। যে কাপড়ই পরানো হোক শিশুদের, তা যেন বেশি আঁটসাঁট না হয়। লক্ষ রাখতে হবে শিশুরা যেন সহজভাবে চলাফেরা ও নড়াচড়া করতে পারে এসব কাপড় পরে। এছাড়া তাদের ভারী কাপড়ের প্যান্ট পরাতে হবে যাতে পায়ে ঠাণ্ডা না লাগে। ঘরে বাইরে সবসময় তাদের দুই পায়ে মোজা পরিয়ে রাখতে হবে। এ ছাড়া ঘরের মেঝেতে তারা যেন খালি পায়ে না হাঁটে তা নিশ্চিত করতে হবে। শীতে ঘরে পরার জন্য বিশেষ ধরনের স্যান্ডেল বা জুতা পাওয়া যায়, যা দেখতেও আকর্ষণীয়, সেগুলো পরিয়ে রাখলে শীতের সময় বেশ উপকার পাওয়া যায়। এ ছাড়া বাইরে বের হওয়ার সময় শিশুদের মাথায় অবশ্যই উলের টুপি ও হাতে হাতমোজা পরাতে হবে।


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল