২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির গণতন্ত্র র‌্যালি

আসুন গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিই : মির্জা ফখরুল

বিএনপি
গণতন্ত্র র‌্যালি করেছে বিএনপি - ছবি : নয়া দিগন্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য গণতন্ত্র র‌্যালি করেছে বিএনপি। আজ বুধবার বিকাল তিনটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র র‌্যালিটি কাকরাইল নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, খন্দকার মাশুকুর রহমান, নজরুল ইসলাম আজাদ, মীর নেওয়াজ আলী, কাজী আবুল বাশার, আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, যুবদলের সাইফুল আলম নীরব, মোরতাজুল করিম বাদরু, নূরুল ইসলাম নয়ন, সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাত হোসেন প্রমুখ।

এছাড়াও মহিলা দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, ঢাকা মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

মির্জা ফখরুল র‌্যালির উদ্বোধনী বক্তব্যে বলেন, আজ ৪৮ বছরে কি আমরা আসলে স্বাধীনতা পেয়েছি? কথা বলা ও লেখার স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগ। আমাদের কাঁধে চেপে বসেছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে বন্দী রেখেছে। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। আসুন আমরা সবাই রাজপথে নেমে সরকারকে পরাজিত করি ও খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিই।

রুহুল কবির রিজভী বলেন, গায়েবি মামলা, বেপরোয়া গ্রেফতার এমন কোনো জুলুম নেই সরকার করেনি। এরপরও র‌্যালিতে জনতার ঢল। আওয়ামী লীগের চেতনায় বাকশাল আর আমাদের চেতনায় বহুদলীয় গণতন্ত্র। আজকে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখেছে। তিনি ভীষণ রকম অসুস্থ। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তার মুক্তির জন্য আমাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন :

খালেদা জিয়া হাঁটতে পারছেন না : মির্জা ফখরুল
সুপরিকল্পিতভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বেগম জিয়া কারাগারে এখন এতোটাই অসুস্থ যে তিনি এখন তার কক্ষেও হাঁটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে। তিনি মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তারপরও এই জনপ্রিয় নেত্রীকে কোনো রকমের সুকিচিৎসা দেয়া হচ্ছে না। তাকে সুপরিকল্পিত ভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।’

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খারেদা জিয়ার সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না। গত সাড়ে তিন মাসে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।

অবিলম্বে খালেদা জিয়াকে পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় বেগম জিয়ার কিছু হলে সমস্ত দায়ভার সরকারকেই বহন করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে একক বন্দি হিসেবে আছেন খালেদা জিয়া। তার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫

সকল