২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অসুস্থতার কারণে প্রচারণায় যাননি ড. কামাল

-

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে যাচ্ছেন না ড. কামাল হোসেন।

শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রচারণায় যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রত চৌধুরী।

ড. কামাল হোসেনের প্রচারণায় অংশ না নেয়ার পেছনে কয়েকটি গণমাধ্যম হামলার আশঙ্কাকে কারণ হিসেবে উল্লেখ করলেও সেরকম কোনো কারণ নেই বলে জানান সুব্রত।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ড. কামালের নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ার পেছনে গতকালের হামলার কোনো সম্পৃক্ততা নেই।

আজ ভোটের প্রচারণায় অংশ নিতে ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ড. কামাল হোসেনেরও ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল।

পথিমধ্যে বিভিন্ন স্থানে সভার আয়োজন করার কথা রয়েছে বলে জানিয়েছে দলের নেতারা।

সেসব পথসভায় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি ড. কামাল হোসেনেরও বক্তব্য রাখার কথা ছিল।

এদিকে গতকাল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ঐক্যফ্রন্টের গাড়িবহর হামলার মুখে পড়ে।

ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা আ.স.ম আবদুর রব এই হামলার পেছনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন।

গত বুধবার সিলেটে শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামীকাল বিজয় দিবসে সকাল ৯টায় দলের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই

সকল