১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ট্রাম্পের নতুন অভিবাসী নীতিকে মানবাধিকার সংস্থাগুলোর চ্যালেঞ্জ

-

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন অভিবাসী নীতিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে অভিবাসী অধিকার সংস্থাগুলো। নতুন অভিবাসী নীতিটি মার্কিন যুক্তরাষ্ট্রে যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এবং যারা আশ্রয়ের দাবি করছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। অভিবাসী-শরণার্থীদের আশ্রয়দানের ব্যবস্থাকে ধ্বংস করার একটি চরম প্রচেষ্টা হিসেবে এটিকে দেখা হচ্ছে, যা মধ্য আমেরিকান অভিবাসীদের কাছ থেকে রাজনৈতিক আশ্রয় চাওয়াকে প্রতিরোধ করবে। এটি ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
সোমবার নতুন নীতি ঘোষণা করা হয়েছে এবং মঙ্গলবার থেকে নীতিটি কার্যকর হয়েছে। আশ্রয় প্রার্থীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে অন্য দেশগুলোর মধ্য দিয়ে যাওয়ার জন্য আর অনুমতি পাবেন না বা আশ্রয়ের যোগ্য হবেন না। এই আইনটি শুধু প্রাপ্তবয়স্ক আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রেই নয়, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
টেক্সাস নাগরিক অধিকার প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর জেনেন জেমস পেরেজ বলেন, ‘প্রতিদিন আমরা ট্রাম্প প্রশাসন থেকে একটি নতুন জরুরি অবস্থা দেখছি। জনগণকে এসব পদক্ষেপের সাথে কোনোভাবে সংযুক্ত করা যাচ্ছে না, তবু আশ্রয় প্রার্থীদের নির্মূল করার বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখেই প্রশাসন এসব পদক্ষেপ নিচ্ছে।’
সংস্থাগুলোর মামলার প্রস্তুতি
অধিকার সংস্থাগুলো আদালতে সর্বশেষ নিয়মকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করবে। আমেরিকান সিভিল লিভার্টিজ ইউনিয়নের অভিবাসীদের অধিকার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর লি জেলার্ন্ট সোমবার এক বিবৃতিতে বলেন, ‘বিপদগ্রস্তকে রক্ষা করার জন্য আমাদের দেশের আইনি ও নৈতিক অঙ্গীকারকে এককভাবে প্রতিহত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এই নতুন নিয়মটি ধীরে ধীরে বেআইনি হয়ে যাবে এবং আমরা দ্রুতই মামলা করব।’
এই নীতিটি মার্কিন শরণার্থী আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক বলে জানিয়েছেন ‘ক্যাপিটাল এরিয়া ইমিগ্রেন্টস রাইটস কোয়ালিশনস ফেডারেল কোর্টস অ্যান্ড আপিলেট ইমপ্যাক্ট লিটিগেশন প্রজেক্ট’-এর প্রোগ্রাম ডিরেক্টর আদিনা অ্যাপেলবাম। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এই নীতিকে চ্যালেঞ্জ করার জন্য খুব শক্তিশালী আইনি যুক্তি রয়েছে। এটি বিদ্যমান অভিবাসন আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটি রেফিউজি কনভেনশনের অধীনে থাকা আন্তর্জাতিক বাধ্যবাধকতাও লঙ্ঘন করছে।’

 


আরো সংবাদ



premium cement