১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বাংলাদেশকে হারিয়ে কাতারের প্রতিশোধ

কাতার ২-০ বাংলাদেশ
-

দুই বছর আগের পাওয়া জয়ের পুনরাবৃত্তি করতে পারল না বাংলাদেশ। উল্টো এবার তাদের হারিয়ে আগের পরাজয়ের প্রতিশোধই নিলো কাতার। গতকাল নিজেদের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ পুরুষ ফুটবলের ‘ই’ গ্রুপের বাছাই পর্বে লালসবুজদের ২-০ গোলে হারিয়েছে ২০২২ বিশ্বকাপের স্বাগতিকরা। ফলে গতবার গ্রুপ পর্বে বাদ পড়ার কষ্ট ঘুচিয়ে এবার জয়ে শুরু মধ্যপ্রাচ্যের দেশটির। অন্য দিকে সাফ অনূর্ধ্ব-১৫তে জঘন্য পারফরম্যান্স করা বাংলাদেশ ১১ ফুটবলার বদল করেও বেশ ভালো খেলেছে কাল। লালসবুজদের পরের ম্যাচ আগামীকাল ভুটানের বিপক্ষে। কাল গ্রুপের অন্য ম্যাচে ইয়েমেন ১০-১ গোলে হারায় ভুটানকে। ২০১৭ সালে এই কাতারকে ২-০ তে হারিয়েছিল বাংলাদেশ।
কাল ৩১ মিনিটে বাংলাদেশের ইমন ইসলাম একা পাওয়া বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হওয়ায় লিড নেয়া হয়নি রবার্ট রাইলেসের দলের। তার শট ঠেকান কাতারের কিপার। গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে কাতার এগিয়ে যায় রশিদ আল আবদুল্লাহর গোলে। ৭৫ মিনিটে এবারের সাফে তৃতীয় হওয়া দলটি সমতা আনতে পারেনি কাজিরুল ইসলাম হৃদয় ফাঁকা পোস্টে বলে পা না লাগাতে পারায়। ৯০ মিনিটে কাতারের জয় নিশ্চিত হয় আবদুর রহমান দোশারির গোলে। ম্যাচে কাতারের দু’টি প্রচেষ্টা পোস্টে প্রতিহত হয়। এ ছাড়া গোলরক্ষক মেহেদী হাসানের দৃঢ়তায় আরো গোল দিতে পারেনি কাতার।


আরো সংবাদ



premium cement