২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে সাংবাদিকদের অবদান সিলেটবাসী স্মরণ রাখবে : মেয়র আরিফ

-

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সিলেট প্রেস ক্লাব সদস্যদের পরিবার নিয়ে ‘সিলেট প্রেস ক্লাব ফ্যামিলি ডে’ ২০১৯। পরিবারের-ছোট বড় সদস্যদের অংশগ্রহণে গত শনিবার দিনভর উচ্ছ্বাস আর আনন্দে ভরে উঠে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রিজেন্ট পার্ক রিসোর্ট প্রাঙ্গণ। ছোট সোনামণি ও মহিলাদের খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল ব্যস্ত নগরে বসবাস করা এসব সদস্যদের কাছে চমৎকার বিনোদনের খোরাক।
সকাল ১০টায় সুবিদ বাজারস্থ ক্লাব প্রাঙ্গণ থেকে ফ্যামিলি ডেতে অংশগ্রহণকারীদের নিয়ে পাঁচটি বাস যাত্রা শুরু করে। রিজেন্ট পার্ক রিসোর্ট প্রাঙ্গণে পৌঁছার পর সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির। ক্লাব সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের আনন্দঘন এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহ্বায়ক ও ক্লাবের সিনিয়র সহসভাপতি এনামুল হক জুবের।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে একদিনের এমন কর্মসূচি বিনোদনের চমৎকার আয়োজন। সাংবাদিকেরা কর্মব্যস্ত থাকেন বলে পরিবারের সদস্যদের সময় দিতে পারেন না উল্লেখ করে মেয়র বলেন, সবাই মিলে একটি দিন কাটানোর এমন সুন্দর আয়োজনে সবার সাথে আমিও শরিক হতে পেরে আনন্দিত। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকেরা সিলেটের উন্নয়ন, অগ্রগতি, সমস্যার সমাধানসহ নানা ক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছেন তা সিলেটবাসী স্মরণ রাখবে বলে মন্তব্য করেন তিনি।
সিলেটে প্রতিদিন ১৫ থেকে ২০টি পরিবারে ডিভোর্সের ঘটনা ঘটছে এমন উদ্বেগের কথা জানান মেয়র। এই বিপর্যয় থেকে সিলেটবাসী কিভাবে মুক্তি পেতে পারে সেই লক্ষ্যে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি। পরে ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূর আহমদের পরিচালনায় শিশুদের বাস্কেটবল প্রতিযোগিতা ও মহিলাদের মিউজিক্যাল চেয়ার অনুষ্ঠিত হয়। শেষ পর্বে সিলেট প্রেস ক্লাবের সদস্য ও তাদের ছেলেমেয়েরা আধুনিক, লোকগীতি এবং সিলেটের খ্যাতিমান শিল্পি তন্নি দেব বাউল আব্দুল করিমের লেখা গান পরিবেশন করেন।
প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও মহিলাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি এনামুল হক জুবের, সহসভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ ও ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। পুরস্কার বিতরণের আগে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও আবদুর রশিদ মো: রেনু, সিনিয়র সাংবাদিক আবদুল মালিক জাকা ও কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক কাজিরবাজারের বার্তা সম্পাদক সোয়েব বাসিত, গল্পকার সেলিম আউয়াল, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবদুল মুকিত অপি, কার্যনির্বাহী কমিটির সদস্য দিগেন সিংহ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির সহসাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ইকবাল কবির, ক্লাব সদস্য আনাস হাবিব কলিন্সের সহধর্মিণী রাজিয়া বেগম চৌধুরী ও প্রবাসী সংবাদসেবী ব্যারিস্টার আবদুল মালেক। ফ্যামিলি ডেতে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যদের টি-শার্ট ও বিশেষ উপহার এবং সন্তানদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায়

সকল