২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

-

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব ধানমন্ডির ৫ নম্বর সড়কে মাহবুব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহবুব আলী খান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীও ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে শরিক হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমান, খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, মীর নাসির উদ্দিন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জয়নাল আবেদীন, আমিনুল হক, আবদুল মান্নান, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, মনিরুল হক চৌধুরী, এনামুল হক চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জহির উদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, আমিনুল হক, মনিরুল হক সাক্কু, শহীদুল ইসলাম বাবুল, আমীরুল ইসলাম খান আলীম, নওশাদ জমির, শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, শাম্মী আকতার, নীলুফার চৌধুরী মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার হোসেন খান, মামুন আহমেদ, এ বি এম ওবায়দুল ইসলাম, আল মোজাদ্দেদী আলফেছানী, আবু নাসের মো: রহমাতুল্লাহ, যুবদল নেতা মোরতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের রাজীব আহসান, আকরামুল হাসান, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান ও শামসুদ্দীন দিদার।
মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মো: ওয়ালীউল্লাহ। মুনাজাতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে পরিবারের সদস্যরাও অংশ নেন।

 


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল