২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজীর ইন্তেকাল

- সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী ইন্তেকাল করেছেন। বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জাতীয় কবির পুত্রবধূ উমা কাজীর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী ও খিলখিল কাজীর মা উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী বুধবার এক শোকবার্তায় মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র : বাসস।


আরো সংবাদ



premium cement