১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে আলোড়ন

যুক্তরাষ্ট্রে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে আলোড়ন - সংগৃহীত

যুক্তরাষ্ট্র চীনা এক নাগরিককে গ্রেফতার করেছে। মার্কিন বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিয়োগে বেইজিংয়ের উদ্যোগকে সহায়তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

জি চাওকুন (২৭) নামের ওই চীনা নাগরিক প্রায় আট মার্কিন নাগরিকের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে চীনা গোয়েন্দাদের কাছে তুলে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদের কয়েকজন মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার।

চীনা ওই নাগরিক ২০১৩ সালে স্টুডেন্ট ভিসায় শিকাগোতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আসে।
তার বিরুদ্ধে মার্কিন এটর্নী জেনারেলকে অবহিত না করে বিদেশী সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

আদালত থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, জি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রণালয়ের একজন ‘উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার’ নির্দেশনায় কাজ করতেন।

কর্তৃপক্ষ বলছে, জি’র বিরুদ্ধে যে আট ব্যক্তির তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে, তারা তাইওয়ান বা চীনে জন্মগ্রহণ করেন এবং পরে আমেরিকার নাগরিকত্ব পান।

এরা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পে কাজ করছেন অথবা সম্প্রতি অবসরে গেছেন।


আরো সংবাদ



premium cement

সকল