২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিমানের ম্যানচেস্টার স্টেশন চালু হচ্ছে জানুয়ারিতে

-

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনে আরো একটি স্টেশন চালু হতে যাচ্ছে। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন এই স্টেশনটি উদ্বোধন করা হবে।
এ দিকে ম্যানচেস্টার স্টেশনে কার্যক্রম শুরুর পর হিথ্রো স্টেশন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপারেশন ম্যানেজারকে প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। বিমানের বহরে এয়ারক্র্যাফটের সংখ্যা বাড়তে থাকায় নতুন নতুন স্টেশন খোলার পরিকল্পনা হচ্ছে। তবে এখনো অনুমোদন না হওয়ায় ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট অপারেশন শুরু করতে পারছে না বিমান কর্তৃপক্ষ।
গতকাল দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোকাব্বির হোসেন নয়া দিগন্তকে বলেন, রিঅ্যারেজমেন্ট না থাকায় বিমানের বিদেশের স্টেশনে অপারেশন ম্যানেজারদের এখনো ফিরিয়ে আনা হয়নি। আট বিলুপ্ত স্টেশনের মধ্যে লন্ডন, দিল্লিসহ তিনটি স্টেশনে অপারেশন ম্যানেজাররা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে আমরা ম্যানচেস্টারে নতুন একটি স্টেশন খুলতে যাচ্ছি। সেখানে কিছু কাজ আছে। কিছু অ্যাগ্রিমেন্ট আছে। সেগুলো সম্পন্ন হলেই লন্ডনের হিথ্রো থেকে অপারেশন ম্যানেজারকে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ব্যয় কমানোর লক্ষ্যে বিদেশের মোট ১৬টি স্টেশনের মধ্যে আটটি স্টেশনে কর্তব্যরত অপারেশন ম্যানেজারের পদটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপরই কর্তৃপক্ষের তরফ থেকে তাদের চিঠি দিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে বলাকা ভবনে যোগ দিতে নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনার পর গতকাল পর্যন্ত লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে জাকির হোসেন সালেম, আবুধাবির মঞ্জুর মোর্শেদ ও দিল্লির জাহেদুল ইসলাম দেশে ফিরে আসতে পারেননি। তবে কুয়ালালামপুর থেকে অপারেশন ম্যানেজার মিজানুর রহমান, জেদ্দা থেকে খুরশীদ আলম, দুবাই থেকে আব্দুস সাত্তার, সৌদি আরবের রিয়াদ স্টেশন থেকে মো: মোজাম্মেল হোসেন এবং কলকাতা বিমানবন্দর থেকে কামরুল ইসলাম দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। বিদেশের স্টেশনগুলোর মধ্যে এখনো আটটি স্টেশনের অপারেশনকার্যক্রম আউট সোর্সিং এর মাধ্যমেই পরিচালিত হচ্ছে। স্টেশনগুলো হচ্ছেÑ মদিনা, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট, ব্যাংকক ও সিঙ্গাপুর। যাত্রীসঙ্কটের কারণে ইয়াংগুন স্টেশন আগেই বন্ধ হয়ে গেছে।
গতকাল বিমানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নয়া দিগন্তকে জানান, বিমানের বিদেশের স্টেশনে অপারেশন ম্যানেজার পদ বিলুপ্ত করা হলেও এখনো আটটি স্টেশনের আউট সোর্সিং বন্ধ হয়নি। তিনি বলেন, রিয়াদ স্টেশনের অপারেশন ম্যানেজার দেশে ফিরে আসার সাথে সাথে আউট সোর্সিং সেবা দিচ্ছে। যেমন ঢাকা থেকে ডমুমেন্ট পাঠানো হচ্ছে। ওখান থেকে শুধু প্রিন্ট করা হচ্ছে। এর জন্য প্রতি ফ্লাইটে ২০০ রিয়াল করে ফি দিতে হবে বিমানকে। এভাবে অন্যান্য স্টেশনের কোনো কোনোটিতে আরো বেশি ফি দিয়ে বিমান অপারেশনের কার্যক্রম চালানো হচ্ছে। তাহলে ব্যয় কমলো কিভাবে ?


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল