১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


পিৎজা খাচ্ছেন ৩৭ বছর ধরে!

-

পিৎজা খেতে কে না ভালোবাসে! তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে পিৎজাপ্রেম অন্যান্য দেশের চেয়ে অনেকটাই বেশি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিৎজা অপারেটরসের তথ্য অনুযায়ী, মোট জনবসতির ৯৩ শতাংশ মাসে একদিন পিৎজা খেয়ে থাকে। তাই আমেরিকানদের পিৎজাপ্রেমী বললেও ভুল বলা হবে না।
মাইক রোমান, নিউ জার্সির বাসিন্দা। যিনি দীর্ঘ ৩৭ বছর ধরে ডিনারে প্লেন চিজ পিৎজা খেয়ে নজির গড়ছেন। সম্প্রতি, নিউ জার্সির বাসিন্দা রোমান বিষয়টি পডকাস্টের মাধ্যমে সামনে আনেন। এই পিৎজাপ্রেমী জানান, এখন তার বয়স ৪১ বছর। পিৎজা খাওয়ার অভ্যেসটা খুব ছোটবেলা থেকেই তৈরি হয়। যদিও খাওয়ার ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে তিনি।
রোমান আরো বলেন, বাড়ির মানুষ বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। এরপর থেকে তিনি প্রতি রাতেই ডিনারে পিৎজা খেতে শুরু করেন। সংবাদমাধ্যমকে জানান, ধীরে ধীরে পিৎজা খাওয়ার প্রতি ভালোলাগা বাড়তে শুরু করে এবং ডিনার টাইম ক্রমেই স্পেশাল হয়ে ওঠে।
তিনি আরো জানান, পিৎজা খেয়ে তিনি কখনো বোর হবেন না। দীর্ঘদিন ধরে পিৎজা খাওয়ার ফলে তার স্বাস্থ্যের ওপর কোনো খারাপ প্রভাব পড়েনি। তিনি যথেষ্ট সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। ইন্টারনেট


আরো সংবাদ



premium cement

সকল