১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ইবিতে নিয়োগে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা

-

‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আর্থিক অনিয়ম হয়ে থাকলে প্রমাণ স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ শনিবার ২৪১তম সিন্ডিকেট শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন ইবি ভিসি প্রফেসর ড. হারুন-উর রাশিদ আসকারী। এই সিন্ডিকেটের প্রধান আলোচ্যবিষয় ছিল ১০টি বিভাগে ৩৭জন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত অনুমদোন।

সিন্ডিকেট শুরু হয় শনিবার দুপুর ১২টা থেকে। এদিকে শুক্রবার রাত থেকেই নিয়োগে প্রার্থি প্রতি আঠারো-বিশ লাখ টাকা লেনদেন হচ্ছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। তুলনা মুলক কম টাকা দিয়ে নিয়োগ নিশ্চিত করতে না পারায় বেঁকে বসেছে অনেক প্রার্থি। শনিবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ২৪জন প্রার্থির নাম প্রকাশ করা হয়। সিন্ডিকেট শেষ খোঁজ নিয়ে দেখা যায় সিন্ডিকেট শুরুর আগেই ফেসবুকে প্রকাশিত ২৪ জনের ১৬জনই চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছে।

ভিসি বলেন, ‘পিছিয়ে থাকা বিশ্ববিদ্যালয়টিকে দ্রুত গতিতে এগিয়ে নিতে বর্তমান প্রশাসন দ্রুত চল নীতিতে কাজ করছে। এই সুযোগে বিশ্ববিদ্যালয় পরিবারের কোন শিক্ষক যদি অনিয়মের সুযোগ নেয় তবে তাকে ছাড় দেওয়া হবে না। নিয়োগ প্রকৃয়া সম্পন্ন হওয়ার পরেও যদি কারো বিরদ্ধে নিয়োগ বাণিজ্যের প্রমাণ মিলে তবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ইবি প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এবং প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান।

প্রভিসি ড. শহিনুর রহমান বলেন, ‘স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছে প্রশাসন। তবে অনিয়ম প্রমাণ হলে জড়িত শিক্ষক চাকরিচুত্যও হতে পারেন।’ ট্রেজারার ড. সেলিম তোহা বলেন, ‘বিজ্ঞাপিত পদের চেয়ে একটিও বেশি নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষক নিয়োগ দিতে আন্তরিক বর্তমান প্রশাসন।’

এছাড়াও সিন্ডিকেটে আইসিটি সেলের কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তবে আইসিটি সেলের কর্মচারি নিয়োগের বোর্ড একই সাথে অনুষ্ঠিত হলেও তা চূড়ান্ত অনুমদোনের জন্য সিন্ডিকেটের আলোচ্যসূচিতে রাখা হয়নি। এক প্রশ্নের জবাবাবে ভিসি বলেন, ‘ক্যাম্পাস প্রশাসনের নিজেস্ব কিছু কর্মপদ্ধতি আছে। আমরা সর্বসম্মতক্রমে আইসিটি সেলের কর্মচারি নিয়োগের বিষয়টি সিন্ডিকেটে পাঠাইনি।’

 


আরো সংবাদ



premium cement