২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
পাকিস্তানে আজ শেষ টি-২০

হোয়াইটওয়াশ নাকি ইতিহাস

-

প্রথম দুই ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছুটা জমেছিল লড়াই, দ্বিতীয় ম্যাচ ছিল একপেশে। হতাশাজনক ছিল দলের অনেকের পারফরম্যান্স। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা ৩টায় মাঠে নামবে বাংলাদেশ।
দীর্ঘ এগারো বছর পর পাকিস্তানে সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগেও দুইবার সফর করেছিলেন টাইগাররা। কিন্তু কখনো স্বাগতিকদের বিপক্ষে জয়ের দেখা পাননি লাল-সবুজের জার্সিধারীরা। মাহমুদুল্লাহ বাহিনী যদি গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে স্বাগতিকদের হারাতে পারে তবে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে জয়ের স্বাদ পেয়ে ইতিহাসের অংশ হবে। আর বাবর-মালিকদের কাছে হারলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুববে টাইগাররা।
সিরিজের ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গোর মাথায় এখন ভবিষ্যতের ভাবনা। সামনের দিকে তাকিয়ে স্কোয়াডের সবাইকে পরখ করতে চান তিনি। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-২০তে অন্তত তিনটি পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ। এই বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। সেই আসরের জন্য দল গোছানোর ব্যাপার আছে। সব মিলিয়ে ডোমিঙ্গো দেখে নিতে চান অনেককে।
প্রথম দুই ম্যাচে যারা সুযোগ পাননি, তাদের শেষ ম্যাচে খেলানো হবে বলে জানালেন বাংলাদেশ কোচ। ‘সবাইকে সুযোগ দিতে হবে আমার। আমরা ২-০তে পিছিয়ে আছি সিরিজে। স্কোয়াডের তিনজন এখনও খেলেনি, ওরা অবশ্যই আসবে দলে। আরও কিছু বিকল্প আমরা ভেবে দেখব।’
কোচের ভাবনা সত্যি হলে শেষ টি-২০তে আন্তর্জাতিক অভিষেক হবে তরুণ পেসার হাসান মাহমুদের। এ ছাড়া প্রথম দুই ম্যাচে খেলেননি তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
সাত ওপেনার নিয়ে পাকিস্তানে গেছে বাংলাদেশ, সিরিজের প্রথম দুই ম্যাচ মিলে খেলেছেন পাঁচ ওপেনার। তবে দুই ম্যাচেই ওপেন করেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম। সর্বশেষ বিপিএলে স্ট্রাইক রেট বিচারে শীর্ষ ওপেনারের মধ্যে নাঈম ছয়ে (১১৫.৪৩), তামিম সাতে (১০৯.৩৯)। বাকি তিনজনের মধ্যে দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিং অর্ডারে লিটন নেমেছেন চারে, আফিফ পাঁচে ও সৌম্য সরকার সাতে। অথচ বিপিএলে স্ট্রাইক রেটে শীর্ষ ওপেনারদের মধ্যে সৌম্য দুইয়ে (১৪০.২৫), লিটন তিনে (১৩৮.২৬) ও আফিফ পাঁচে (১৩১.৩৮)। বিপিএলে বিচারে ওপেনারদের মধ্যে যিনি শীর্ষে সেই নাজমুল হোসেন (১৪৫.২৮) দুই ম্যাচের একটিতেও জায়গা পাননি একাদশে।
মুস্তাফিজকে নিয়ে পুরনো প্রশ্নটা থেকেই যাচ্ছে। দুই ম্যাচে ডট ১১টি। অথচ কয়েক বছর ধরে এই মুস্তাফিজকেই বলা হচ্ছে ‘ডেথ ওভারে’ দেশসেরা বোলার। বিপিএলে মুশফিক তো বলেছেনই, শেষ ওভারে লক্ষ্য যা-ই থাক মুস্তাফিজের হাতেই বল তুলে দেবেন। মাশরাফির ভাষায়, মুস্তাফিজের সামর্থ্যরে অর্ধেক কারো নেই এ দেশে। বিপিএলে ১২ ম্যাচে ৭.০১ ইকোনমি রেটে ২০ উইকেট। আর পাকিস্তানে দুই ম্যাচে প্রায় ১০ ইকোনমি রেটে ১ উইকেট। আজ নিশ্চয়ই কাটারের ধার বাড়াতে পারেন তিনি।
টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ জানালেন, ‘তৃতীয় ম্যাচটিতে সর্বশক্তি দিয়ে লড়বে টিম বাংলাদেশ। যার যার দিক দিয়ে আরো সচেষ্ট হবে সবাই। বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং সব বিভাগেই নজর থাকবে। হোয়াইটওয়াশ হতে নিশ্চয়ই কেউ চাইবে না। দুই ম্যাচে যারা সুযোগ পাননি তারাও হয়তো একাদশে জায়গা পেতে পারেন।’
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘তৃতীয় ম্যাচে বেঞ্চের ক্রিকেটারদের অগ্রাধিকার থাকবে। বিশ্বকাপের জন্য ক্রিকেটার বাছাইয়ের এটাই উপযুক্ত সময়। তবে ম্যাচ হারার জন্য কেউ চাইবে না। ৩-০ তে সিরিজ জেতার জন্য লড়ব।’ 

 


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল