২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জাপান-সেনেগাল

আফ্রিকার বিপক্ষে কৌশলে এগিয়ে এশিয়া

আলফাজের কলাম
-

একটু কঠিনই। তারপরও ফুটবলে শেষ বলে কোনো কথা নেই। আইসল্যান্ডের মতো দল ঠেকিয়ে দেয় আর্জেন্টিনাকে। আবার সেই আইসল্যান্ড বিধ্বস্ত হয় নাইজেরিয়ায়। আফ্রিকার বিপক্ষে এশিয়ার পরিসংখ্যান সুখকর নয়। তারপরও এশিয়ান হিসেবে আশা করতেই পারি জাপান জ্বলে উঠবে আপন শক্তিতে। সেনেগালের বিপক্ষে নিশ্চিত করবে জয়।
এশিয়ার জাপান তাদের রাশিয়া বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। তাতে পৃথিবীজুড়ে ভক্তরা খুশিই হওয়ার কথা। জাপান তাদের বিশ্বকাপে চূড়ান্ত পর্বে আসার আগে আগের ভাহিদকে বরখাস্ত করে। জাপান কিছুটা ভাগ্যবান। কলম্বিয়ার দশজনের বিপক্ষে পুরো একাদশ খেলেছে। কোনো জটিলতা ছাড়াই নিজেদের সেরা ছন্দ খুঁজে পেয়েছে, যা খুবই প্রয়োজন সেনেগালের বিপক্ষে। তাদের এ গতি নিয়ে যেতে পারে অনেক দূর।
জাপানিদের চেয়ে সেনেগালের খেলোয়াড়েরা শারীরিকভাবে শক্তিশালী এবং আফ্রিকার অন্য যেকোনো দেশের চেয়ে তারা শরীর নির্ভর খেলাই খেলে থাকে। জাপান দ্রুত গতির ফুটবল খেলে এবং ছোট ছোট পাসে খেলে। তাই সেনেগালের বিপক্ষে তাদের এ দিকটিকে নিয়ে বেশি কাজ করতে হবে। চার্জ এড়িয়ে পাসের সাহায্য নিতে হবে জাপানকে। সেনেগালের সেরা তারকা সাদিও মানের খেলা নিয়ে হতাশ। তার নামের প্রতি সুবিচার করতে পারছে না। আজও যদি সে তারা ধারায় ফিরতে না পারে তাহলে প্রতিপক্ষ জাপানিদের জন্য হবে সোনায় সোহাগা। ছোট ছোট কৌশলগুলো কাজে লাগাতে পারলে শেষ ষোলোতে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে হোন্ডার জাপান।
আক্রমণভাগ আক্রমণাত্মক হতে হবে
পোল্যান্ড-কলম্বিয়া
বাছাইপর্বের সাথে চূড়ান্ত পর্বে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। পোল্যান্ড বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করলেও চূড়ান্ত আসরে সিকিভাগও দেখাতে পারছে না। সেরা তারকা রবার্ট লেভানডস্কি গত মওসুমে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে যতটা মাঠ মাতিয়েছে সেনেগালের বিপক্ষে খুঁজে পাওয়া যায়নি; বরং তাদের ধীর গতির মনে হয়েছে। ইউরোপের দল হিসেবে আরো প্রস্ফুটিত হওয়া উচিত ছিল। কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে পরাজিত হয়েছে। খেলা শুরুর তিন মিনিটের মাথায়ই তারা দশজনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে খেলতে নামলেও হামিশ রদ্রিগেজ হতাশ করেছে। দুইটি দলেরই আক্রমণভাগ আমাকে হতাশ করেছে। পোল্যান্ড বনাম কলম্বিয়ার খেলায় ফলাফল দেখছি ড্র। এর ব্যত্যয় হতে হলে তাদের সেরা দুই তারকা লেভানডস্কি এবং রদ্রিগেজকে আরো আক্রমণাত্মক হতে হবে।
অভিজ্ঞতায়ই জয়ী হবে ইংল্যান্ড
ইংল্যান্ড-পানামা
বিশ্বকাপ শুরুর আগে হিসাবের তালিকায় ছিল না ইংল্যান্ড। অথচ এক ম্যাচ পর তারা আলোচনায়। তিউনিশিয়াকে ২-১ গোলে হারানোর পর হ্যারি কেনকে নিয়েই চলছে জোর গুঞ্জন। মেসি, রোনালদো, নেইমার কিংবা সালাহর কাতারে না ফেললেও প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। নতুন দল পানামা এবারই নাম লেখাল বিশ্বকাপে। প্রথম ম্যাচটি সুখকর হয়নি। বেলজিয়ামের বিপক্ষে ৩-০ গোলের হার। আজ তারা চাইবে কৌশল পরিবর্তন করে কিছু একটা করার। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে কোনো কৌশলই কাজে লাগাতে পারবে না নবাগত পানামা। অভিজ্ঞতায়ই তো পিছিয়ে পানামা।


আরো সংবাদ



premium cement
দেশের জন্য কাজ করতে আ’লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার

সকল