২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খালি হাতে বিদায় মিসরের : সান্ত্বনার জয় সৌদির

সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে মিসর -

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটি হয়তো ভুলেই যেতে চাইবেন মোহাম্মদ সালাহ। প্রথম ম্যাচে ইনজুরির কারণে সাইড বেঞ্চে বসে দলের পরাজয় দেখার পর দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে বড় ব্যবধানে হার। শেষ ম্যাচে দেশকে সান্ত্বতার জয় উপহার দিতে চেয়েছিলেন; কিন্তু শেষ মূহুর্তের নাটকীয় গোলে তাদেরকে খালি হাতেই বিদায় করে দিলো সৌদি আরব।

রোববার এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে মিসর। আগে লিড নিয়েও ধরে রাখতে পারেনি দলটি। ২২ মিনিটে মিসরকে লিড এনে দেন মোহাম্মাদ সালাহ। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সৌদি আরব। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন সৌদি ফরোয়ার্ড আল দাওসারি। দ্বিতীয়ার্ধের বর্ধিত সময় ছিলো চার মিনিট। কিন্তু চার মিনিট পাঁচ সেকেন্ডের সময় গোল পেয়েছে সৌদি আরব।

সাধারণত কোন দল আক্রমণে থাকলে ঘড়িতে সময় শেষ হয়ে গেলেও আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন রেফারি। আর সেই সৌভাগ্যই হাসি ফুটিয়েছে সৌদি আররেব মুখে। অবশ্য ম্যাচের ৩৬ মিনিটেও আরেকট পেনাল্টি পেয়েছিলো সৌদি আরব কিন্তু সেই কিক রুখে দিয়েছেন মিসরীয় গোলরক্ষক এসাম আল হাদারি।

শেষ মূহুর্তের গোলে বিশ্বকাপ থেকে অন্তত একটি সান্ত্বতার নয় নিয়ে দেশে ফিরছে সৌদি আরব। আর মিসরকে ফিরতে হলো খালি হাতে। বিশ্ব ফুটবলের এই সময়ের বড় তারকা মোহাম্মাদ সালাহ ব্যক্তিগতভাবে দুই ম্যাচে দুটি গোল পেলেও দলকে কিছুই দিতে পারেননি। তিন ম্যাচে হার দিয়ে শেষ হলো তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ।

অচেনা রূপে চেনা প্রতিপক্ষ মেসিদের সামনে
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না নাইজেরিয়া। ১৯৯৪ সাল থেকে প্রায় প্রতিবারই তাদের সাথে সাক্ষাৎ ম্যারাডোনা-মেসির দেশের। আর সব সময়ই আর্জেন্টিনাকে জিততে হয়েছে ঘাম ঝড়িয়ে। এবার তাদের পঞ্চম বারের মতো দেখা হচ্ছে বিশ্বকাপে। আফ্রিকান দেশটি অবশ্য কখনই জিততে পারেনি তাদের বিপক্ষে। অন্য দিকে এই প্রথম দেশ দুটি গ্রুপের শেষ ম্যাচে লড়ছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার নিশ্চয়তার জন্য। এই খেলায় জয়ের বিকল্প নেই মেসি বাহিনীর। অন্য দিকে ড্রতেও নক আউট পর্বের ছাড়পত্র মিলতে পারে নাইজেরিয়ানদের। মোট কথা এই দুই দলের পরবর্তী রাউন্ডে যাওয়াটা নির্ভর করছে আইসল্যান্ডের উপর। সেজন্য অবশ্য মঙ্গলবার অন্য খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পয়েন্ট খোয়াতে হবে আইসল্যান্ডকে।

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে প্রথম দেখা আর্জেন্টিনা-নাইজেরিয়া। স্যাসমন সিয়াসিয়ার গোলে প্রথমে লিডও নিয়ে নেয় নাইজেরিয়া। পরে ম্যারাডোনা- আলফিও বাসিলের দলের রক্ষা ক্লাওডিও ক্যানেজিয়ার জোড়া গোলে। ওই হার সত্ত্বেও নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল। আর্জেন্টিনার বিদায় দ্বিতীয় রাউন্ডে রুমানিয়ার কাছে হেরে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে অবশ্য তাদের মোকাবেলা হয়নি।

তবে ২০০২ সালে ফের দেখা লাতিন ও আফ্রিকান এই দুই দেশের। জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত সে প্রতিযোগিতায় বহু কস্টে ১-০তে জিততে হয়েছিল মার্সেলো বিয়েলসার দলকে। কর্নার থেকে আসা বলে হেড নেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিুস্তুতা। তাতে বোকা বনে যান নাইজেরিয়ান কিপার ও ডিফেন্ডারেরা। এরপর নাইজেরিয়ানরা চেষ্টা করেও সমতা আনতে পারেননি। অবশ্য এই জয়ের পরও আর্জেন্টিনার পক্ষে পরের রাউন্ডে যাওয়া সম্ভব হয়নি। ইংল্যান্ডের কাছে হার ও সুইডেনের সাথে ড্র করে বিদায় গ্রুপ পর্ব থেকে। একই পথে হাঁটে নাইজেরিয়াও।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্বয়ংসম্পূর্ণ আর্জেন্টিনার আক্রমণভাগ। লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও গঞ্জালো হিগুইন। এই তিন ফরোয়ার্ড থাকা সত্ত্বেও কোচ ম্যারাডোনার দলকে জিততে হয়েছিল ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জের হেডে। তা কর্নার থেকে আসা বলে। অবশ্য মেসির বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। কোনোটি রুখে দেন গোলরক্ষক। কোনোটি প্রতিহত হয় পোস্টে। অল্পের জন্য লক্ষ্য মিস হওয়া শটও ছিল কয়েকটি। নাইজেরিয়া শেষ পর্যন্ত প্রথম রাউন্ড খেলে বাড়ী ফিরলেও দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আহমেদ মুসার দাপটে তো তটস্থ ছিল আর্জেন্টিনা। ২ গোল করেন আহমেদ মুসা। আলেসান্দ্রে সাবেলার দল অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির জোড়া এবং মার্কোস রোহোর গোলে। ৩-২তে ম্যাচ জিতে নাইজেরিয়ারদের বিপক্ষ জয়ের ধারা অব্যাহত রাখে। মঙ্গলবার কি সেই ধারা অব্যাহত থাকবে? নাকি এই পুরনো প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাবে মুসা- মোসেজের দল!

১৯৯৬ এর আটলান্টা অলিম্পিক গেমসে নাইজেরিয়া ফাইনালে এই আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেছিলো। অবশ্য ২০০৮ এর বেইজিং অলিম্পিকে ডি মারিয়ার গোলে নাইজেরিয়াকে ১-০ তে হারিয়ে স্বর্ণ ধরে রাখে আর্জেন্টিনা।
কিন্তু এবার নাইজেরিয়া জানান দিয়েছে তাদের শক্তিমত্তার। ক্রোয়েশিয়ার কাছে হারলেও জিতেছে আইসল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা দল যেন পুরো ছন্নছাড়া।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল