২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কাতালোনিয়ায় স্বাধীনতাকামী লাখো মানুষের বিক্ষোভ

বার্সেলোনার এসকোলা মেডিটেরেনিয়া স্কুলের সামনে বিক্ষোভকারীরা। - ছবি: বিবিসি

স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের এক বছর পূর্তিতে স্বাধীনতাকামী লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, পৌর পুলিশ জানিয়েছে, স্বাধীনতার দাবিতে প্রায় ১ লাখ ৮০ মানুষ রাস্তায় বিক্ষোভ করেছে। এর আগে বিক্ষোভকারীরা বার্সেলোনা শহরের প্রধান সড়ক অবরোধ করে। জিরানোয় রেল চলাচলে বাধা দেয়। খবর’র বিবিসি

গত বছর ১ অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতা পক্ষে ভোট দেয়। এরপর ২৭ অক্টোবর গণভোটের আলোকে স্বাধীনতা ঘোষণা করে কাতালোনিয়ার সরকার।

কিন্তু স্পেনের সরকার কাতালোনিয়ার গণভোটকে অবৈধ বলে আখ্যা দেয় এরপর সেখানে মাদ্রিদের সরাসরি শাসন জারি করে। এ থেকেই সংকটের শুরু। ভোট দেওয়ার জন্য কাতালোনিয়ার অধিবাসীরা ভোটকেন্দ্রে যাওয়া চেষ্টা করলে তাতে বাধা দিয়েছিল স্পেনের জাতীয় পুলিশ বাহিনী

কাতালোনিয়ার জনসংখ্যা ৭৫ লাখ। স্পেনের মোট জনসংখ্যার ১৬ শতাংশ এই কাতালোনিয়ায় বাস করে। স্পেনের উত্তর-পূর্বের এই প্রদেশের রাজধানী বার্সেলোনা। কাতালোনিয়ার নিজস্ব ভাষা, সংস্কৃতি, পার্লামেন্ট, জাতীয় পতাকা ও সংগীত আছে। এমনকি কাতালোনিয়ার নিজস্ব পুলিশ বাহিনী আছে এবং স্কুল ও স্বাস্থ্যসেবার মতো জনপরিষেবাগুলোও এই অঞ্চল নিজেরাই নিয়ন্ত্রণ করে। এই অঞ্চলের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরোনো। স্পেনের মোট জিডিপির এক–পঞ্চমাংশ আসে বার্সেলোনা থেকে।

কমিটিজ ফর দ্য ডিফেন্স অব দ্য রিপাবলিকের (সিডিআরএস) ডাকে এই বর্ষপূর্তির বিক্ষোভ হয়। আন্দোলোনকারীদের দাবি স্পেন থেকে আলাদা হওয়া। সিডিআরএস বার্সেলোনা এবং ফিজোয়েরেসের মধ্যে রেল যোগাযোগ অবরোধ করে। এই সংস্থার ব্যানারে লন্ডন ও প্যারিসেও বিক্ষোভ হয়।

 


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী

সকল