১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


নয়া দিগন্ত’র সম্পাদকের সাথে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সোমবার দৈনিক নয়া দিগন্ত’র প্রধান কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় - নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্ত’র সম্পাদক আলমগীর মহিউদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। সোমবার দুপুরে রাজধানীর ইত্তেফাক মোড়ে দৈনিক নয়া দিগন্ত’র প্রধান কার্যালয় পরিদর্শন শেষে পত্রিকাটির সম্পাদকের সাথে সাক্ষাৎ করেন তিনি। কূটনীতিক, সরকারি কর্মকর্তা সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে পাকিস্তানি হাইকমিশনার দৈনিক নয়া দিগন্ত’র অফিস পরিদর্শন করেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। তার আগে চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনার হিসেবে যোগ দেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু আলোচনা করে হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দেন। পত্রিকা অফিস পরিদর্শনে আসায় এসময় পাকিস্তানি হাইকমিশনারকে শুভেচ্ছা জানান দৈনিক নয়া দিগন্ত’র সম্পাদক আলমগীর মহিউদ্দীন। এসময় তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন,‘দক্ষিণ এশিয়ার এই দুই মুসলিম দেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান থাকলেও উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু চ্যালেঞ্জও রয়েছে।’

তিনি আরো বলেন,‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক যেকোন চ্যালেঞ্জের তুলনায় শক্তিশালী। আর সংলাপ ও পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে।’

সাক্ষাৎকালে পাকিস্তানি হাইকমিশনার উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য আরো জোরদার করার তাগিদ দেন এবং উভয় দেশের ব্যবসায়িক উদ্যোক্তাদেরকে একে-অপরের প্রতি এগিয়ে এসে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে সংলাপে বসার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বের সকল মুসলিম দেশ ও মুসলমানদেরকে একটি একক শরীর উল্লেখ করে ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, দক্ষিণ এশিয়ার বড় দুই মুসলিম রাষ্ট্র হিসেবে মুসলিম বিশ্বের বৃহত্তর স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্বের সকল মানুষের মানবাধিকার রক্ষায় বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে কাজ করার বিরাট সুযোগ রয়েছে।

এসময় দৈনিক নয়া দিগন্ত’র ভারপ্রাপ্ত সম্পাদক সালাহ উদ্দীন বাবর, উপ-সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সহকারী সম্পাদক মুস্তাহিদ ফারুকী, নগর সম্পাদক আবু সালেহ আকন, চিফ রিপোর্টার হারুন জামিল, অনলাইন সম্পাদক হাসান শরীফ, সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর এবং পাকিস্তানি হাইকমিশনের প্রেস কাউন্সিলর মোহাম্মদ আওরঙ্গজেব হারালসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ বাড়ছে আগামীকাল বঙ্গোপসাগর এলাকায় শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ২টি গ্রামে আরাকান আর্মির হামলা ‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে : জিএম কাদের গোপনে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ভারতীয় জাহাজ আটকে দিলো স্পেন বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী

সকল