২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ১৩৪ জন নিয়োগ

-

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নি¤œবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ : ২৮ জুলাই ২০১৮। লিখেছেন মাহমুদ কবীর

পদের নাম : পরিসংখ্যান তদন্তকারী।
পদের সংখ্যা : ২৩টি।
আবেদনের যোগ্যতা : পরিসংখ্যানবিষয়ক কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বা ভূগোল বা সমাজবিজ্ঞানে পাঁচটি বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিএ বা বিএসসি অথবা বিকম পাস হতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি থেকে অথবা অন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেটধারীর জন্য অভিজ্ঞতা শিথিলযোগ্য।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
পদের নাম : থানা পরিসংখ্যানবিদ।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বা ভূগোল বা সমাজবিজ্ঞানে পাঁচটি বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিএ বা বিএসসি অথবা বিকম পাস হতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি থেকে অথবা অন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
পদের নাম : পরিসংখ্যান সহকারী।
পদের সংখ্যা : ৩৮টি।
আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বা ভূগোল বা সমাজবিজ্ঞানে পাঁচটি বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিএ বা বিএসসি অথবা বিকম পাস হতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি থেকে অথবা অন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : ইনুমারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : জাতীয় শিক্ষাক্রমের আওতাভুক্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে তিনটি বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিজ্ঞান বা মানবিক অথবা বাণিজ্য বা কৃষি বিভাগে এইচএসসি পাস হতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : জুনিয়র পরিসংখ্যান সহকারী।
পদের সংখ্যা : ৬৪টি।
আবেদনের যোগ্যতা : জাতীয় শিক্ষাক্রমের আওতাভুক্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে তিনটি বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিজ্ঞান বা মানবিক অথবা বাণিজ্য বা কৃষি বিভাগে এইচএসসি পাস হতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : জুনিয়র অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : প্রিন্টিং মেশিনারিজ পরিচালনা এবং সংরক্ষণে কমপক্ষে দ্ইু বছরের বাস্তব অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাস হতে হবে।
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-
পদের নাম : বুকবাইন্ডার।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : জাতীয় শিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাস হতে হবে। সব ধরনের প্রকাশনা এবং বাঁধাই ও পুনঃবাঁধাইয়ের কাজ যেমনÑ লিম্প, কোয়ার্টার, ফ্লাশ বা টার্ন ইন-হাফ, থ্রি-কোয়ার্টার কেইস অ্যান্ড ফুল বাইন্ডিং কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
জেলা কোটার কারণে যেসব প্রার্থীরা আবেদন করতে পারবেন : লক্ষ্মীপুর ও দিনাজপুর জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ করা : পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি যঃঃঢ়://ননং.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ : ২৮ জুলাই ২০১৮।
ওই সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। বিজ্ঞাপিত পদগুলোর মধ্যে একজন আবেদনকারী সমগ্রেডের ১ ক্যাটাগরির বেশি পদে আবেদন করতে পারবেন না।
বয়সসীমা : ৮ জুলাই ২০১৮ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হিসেবে প্রার্থীর বয়সসীমা ৮ জুলাই ২০১৮ তারিখে ১৮-৩২ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যাদের (নাতি/ নাতনী) ক্ষেত্রে বয়সসীমা ৮ জুলাই ২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ হতে হবে। প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি জমা দিতে হবে।
জরুরি তথ্য : বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তবে তাদের মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূল কপি দেখাতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।
মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল এবং সত্যায়িত এক কপি সাথে আনতে হবে।
আবেদনপত্র পূরণ করা : অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৮০ ঢ়রীবষ) ও সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৩০০ ঢ়রীবষ) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
এসএমএস পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং ঝরমহধঃঁৎব ঁঢ়ষড়ধফ করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। ওই অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রত্যেক পদের জন্য জনপ্রতি ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://ননং.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় ওই নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়তে হবে।
প্রবেশপত্র ডাউনলোড /প্রিন্ট করা : এসএমএসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী সময়ে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের স্থান ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র : প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য িি.িননং.মড়া.নফ-তে পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement