১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ঘূর্ণিঝড় বুলবুল : কোটালীপাড়ায় শিশুসহ নিহত ২

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত একটি পোল্ট্রি শেড - নয়া দিগন্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শিশুসহ ২ জন নিহত হয়েছে। নিহত দুইজনের নাম সাথী বৈদ্য (৬) ও সেকেল হাওলাদার (৭০)। এদের মধ্যে সেকেল হাওলাদার রোববার উপজেলার বান্ধাবাড়ি গ্রামে গাছ চাপা পড়ে নিহত হয়। তিনি উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে।

অপরদিকে সোমবার উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে গাছের ভাঙ্গা ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয় শিশু সাথী বৈদ্য। পরে সাথী বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাথী বৈদ্য কান্দি গ্রামের সুখরঞ্জন বৈদ্যর মেয়ে।

এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলায় শতাধিক ঘরবাড়ি, পোল্ট্রি শেড বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে উপজেলার সকল সড়কের যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত সেকেল হাওলাদার নামে এক বৃদ্ধ ও সাথী বৈদ্য নামে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ছাড়াও উপজেলার ঘরবাড়ি, পোল্ট্রি সেট, রাস্তাঘাট, বিদ্যুৎ ও মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করছি।


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ গাজীপুরে ব্যবসায়ীর আত্মহত্যা পাথরঘাটায় বজ্রপাতে জেলের মৃত্যু টেবিল টেনিসে রুমেল খানের দ্বিমুকুট জয় ২৮ দিন ধরে নিখোঁজ অটোরিকশাসহ চালকের সন্ধান চায় তার পরিবার ৭ মাসে ইসরাইলি হামলায় ৩৫৩৮৬ ফিলিস্তিনি নিহত বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে : কর্নেল অলি ‘জেলা পরিষদই নির্মাণ করবে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার’ ফের বাড়ল স্বর্ণের দাম দেবিদ্বারে বিরিয়ানির প্যাকেট আনতে গিয়ে ট্রাক্টরচাপায় শিশু নিহত

সকল