২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ওসি মোয়াজ্জেম সাইবার ট্রাইব্যুনালে

-

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় তার জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে নেয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার শাহবাগ থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে পুরান ঢাকার আদালতপাড়ায় নেয়া হয়। এ সময় তার হাতে হাতকড়া দেখা যায়নি।

আজ সকালে তাকে ফেনী পুলিশের কাছে হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের তত্ত্বাবধানেই আদালতে নেয়া হয় মোয়াজ্জেমকে।  

দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে হাজির করা হবে বলে সোনাগাজী সার্কেলের এএসপি সাইকুল আহমেদ ভুঁইয়া জানান।

সাইবার ট্রাইব্যুনাল পরোয়ানা জারির ২০ দিন পর রোববার বিকালে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে ঢাকার হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। রাতে তাকে রাখা হয় শাহবাগ থানায়।

শাহবাগ থানার পরিদর্শক অপারেশনস মাহবুবুর রহমান জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা সোনাগাজী থানায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুলিশের একটি দল রোববার রাতে ঢাকা পৌঁছান। সোমবার সকালে তাদের হাতেই তুলে দেয়া হয় পরিদর্শক মোয়াজ্জেমকে।

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত গত মার্চ মাসে তার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়েছিলেন।

তার কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে সারাদেশে আলোচনা শুরু হয়। তখন ওই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হলে গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে আসামি করে ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন সৈয়দ সায়েদুল হক সুমন নামে এক আইনজীবী।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল