১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


২ বছর আগের স্মৃতি উদ্দীপ্ত পাকিস্তানকে, আত্মবিশ্বাসী সরফরাজরা

২ বছর আগের স্মৃতি উদ্দীপ্ত পাকিস্তানকে, আত্মবিশ্বাসী সরফরাজরা - সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রেরণা খুঁজছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমদ। শুক্রবার বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান।

মেগা টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। শেষ দশটি ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছেন সরফরাজ আহমেদরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ম্যাচে হারের পরে ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে ১৯৯২ সালের বিশ্বজয়ীদের।

এ রকম অবস্থায় দু’ বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সরফরাজদের প্রেরণা জোগাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও পরিস্থিতি অনেকটা এ রকমই ছিল। সেই টুর্নামেন্টের আগেও বেশ কয়েকটি ম্যাচে হারতে হয়েছিল পাকিস্তানকে। কিন্তু, টুর্নামেন্ট শুরু হতেই ছবিটা বদলে যায়। ভারতকে ফাইনালে ধরাশায়ী করে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ বলেন, ‘‘ছেলেরা পুরোদস্তুর তৈরি। আগের ম্যাচগুলোয় হারের স্মৃতিকে পিছনে সরিয়ে রেখে ছেলেরা সামনের দিকেই তাকাতে তৈরি। আমরা এক মাস ধরে ইংল্যান্ডের পরিবেশে প্র্যাকটিস করছি। এই টুর্নামেন্টে যে আমরা ভাল করব, তা সবাই বিশ্বাস করতে শুরু করেছে।’’

এ দিকে, পাকিস্তানের জাতীয় পোশাক পরে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে মিশ্র প্রতিক্রিয়ার সামনাসামনি হতে হয়েছে সরফরাজকে। বাকিংহ্যাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাৎ করেন দশ দেশের অধিনায়ক। সেই অনুষ্ঠানে সালোয়ার কামিজ পরে যাওয়ায় পাকিস্তানি অধিনায়ককে কটাক্ষ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানে অবশ্য সরফরাজ প্রশংসিত।

ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির আবহাওয়া পাকিস্তান-সাজঘরে। সরফরাজ জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে কোনো সমস্যা নেই মোহাম্মদ আমিরের। সরফরাজ বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার জন্য তৈরি মোহাম্মদ আমির।’’

আমির দলে ফিরলে শক্তিশালী হবে পাকিস্তানের বোলিং। বিশ্বকাপের আগের ম্যাচগুলোয় হারের দুঃসহ স্মৃতি সরিয়ে রেখে মেগা টুর্নামেন্টে নামছে পাকিস্তান। দু’ বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি কি ঘটবে ইংল্যান্ডেই? আশায় বুক বাঁধছেন সরফরাজরা।


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল